তাফহীমুল আনাম আরিয়ান
কক্সবাজার সদর উপজেলায় তৃতীয় শ্রেণির এক প্রতিবন্ধি ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আমান উল্লাহ নামে এক ব্যক্তি কে আটক করেছে র্যাব।
আজ শনিবার সকাল সাড়ে ১১ টায় কক্সবাজার শহরের বাসটার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে আমানকে গ্রেপ্তার করা হয়।
আটক আমান উল্লাহ মহেশখালী উপজেলার কালাগাজী পাড়া এলাকার লাল মোহাম্মদের ছেলে।
শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে কক্সবাজার র্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক এসব তথ্য জানিয়েছেন।
র্যাব ও পুলিশ জানায়, গত ৭ জুন কক্সবাজার সদরের ঝিলংজা মুহুরী পাড়া এলাকার তৃতীয় শ্রেণীর শারীরিক প্রতিবন্ধী ছাত্রী ধর্ষণের শিকার হয়। ঘটনার দিন বিকেলে ওই ছাত্রী পাশের একটি বাড়িতে খেলাধুলা জন্য যায়। ওই সময় আমান উল্লাহ দোকান থেকে সিগারেট কিনে এনে দেওয়ার কথা বলে একই এলাকার সাব্বিরের বসত ঘরে ডেকে নিয়ে যায় এবং মুখ চেপে ধরে ওই ছাত্রীকে ধর্ষণ করেন।
র্যাব আরো জানায়, ঘটনার পর ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। পরে ওই ছাত্রী কে তার মা হাসপাতালে নিয়ে গেলে ধর্ষণের ঘটনা প্রকাশ পায়। পরে ১৩ জুন ছাত্রীর মা বাদী হয়ে কক্সবাজার সদর থানায় মামলা করেন। গ্রেপ্তার এড়াতে আমান উল্লাহ আত্মগোপন করেন।ঘটনার পরপরই আমান উল্লাহ বিভিন্ন জায়গায় আত্মগোপন করেন। ঘন ঘন অবস্থান পরিবর্তন করতে থাকেন। সর্বশেষ শনিবার সকালে তথ্যপ্রযুক্তি কাজে লাগিয়ে আমানের অবস্থান নির্ধারণ করে র্যাবের একটি দল। এরপর কক্সবাজার শহরের বাসটার্মিনাল এলাকা থেকে আমানকে গ্রেপ্তার করে র্যাব।
মেজর সৈয়দ সাদিকুল হক জানান, র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমান উল্লাহ ধর্ষণের কথা স্বীকার করেন। আটক আমান উল্লাহ ডাকাত বাহিনী ও অস্ত্র ব্যবসায়ী দের সাথে জড়িত এবং। তার বিরুদ্ধে মহেশখালী থানায় দুইটি পুলিশ হত্যা মামলা রয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই কর্মকর্তা।
সংবাদটি শেয়ার করুন