শফিউজ্জামান আতা,রংপুর প্রতিনিধি:
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে রংপুর মহানগর যুব মহিলা লীগের উদ্যোগে প্রেসক্লাব চত্বরে আলোচনাসভার আয়োজন করা হয়।
সোমবার (২২ মে) বিকেল দুপুর ৩টার দিকে রংপুর যুব মহিলা লীগের আয়োজিত আলোচনাসভায় অংশ নেন দলটির বিভিন্ন ওয়ার্ডের নেত্রীবৃন্দরা।
রংপুর মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক শাহনাজ বিউটি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সম্পদ নয়, এশিয়া মহাদেশের সম্পদ। যদি তার গায়ে একটা আচড় লাগলে বাংলাদেশ সবকিছু থামিয়ে দেয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন। বিএনপির মদতকারী ও ষড়যন্ত্রকারী গুন্ডা রাজশাহী জেলার আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে আইনের আওতায় নিতে হবে। কারণ প্রকাশ্য জনসভায় বিএনপির ওই নেতা শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছেন। তার এই স্বীকারোক্তিকে আইনগতভাবে গ্রহণ করে যথাযথ ব্যবস্থা নিতে হবে এবং সেই সাথে অবিলম্বে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদের গ্রেফতারের দাবি জানান তিনি।
এ সময় অন্যান্য বক্তারা প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে দ্রুত গ্রেপ্তারসহ কঠোর শাস্তির দাবি করেন।
এ সময় উপস্থিত ছিলেন, শীলা, নাজমা, অন্তরা, রাখী, মাহামুদা, ঝর্ণা, মিতু, রহিমা, খাজিদা, আয়েশা সহ সকল ওয়ার্ডের নেত্রীবৃন্দরা।
উল্লেখ্য, গত ১৯ মে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন। এর প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করছেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সংবাদটি শেয়ার করুন