নিজস্ব প্রতিবেদকঃ শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে একটি অনুষ্ঠানে ছুরি নিয়ে হামলা হয়েছে অধ্যাপক জাফর ইকবালের উপর । অধ্যাপক জাফর ইকবালের মাথা থেকে রক্তক্ষরণ হলেও তিনি কথা বলছিলেন বলে প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানিয়েছেন । ইলেট্রিক্যাল অ্যান্ড ইলেট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ফেস্টিভ্যাল চলছিল ক্যাম্পাসের মুক্তমঞ্চে । এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক জাফর ইকবাল; সেখানেই তার উপর হামলা হয় । শনিবার বিকালে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠানে শিক্ষার্থী ও পুলিশের উপস্থিতিতে জাফর ইকবালের উপর হামলা হয়। এরপর সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিসার পর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় আনা হয় । রাত ১২টায় জাফর ইকবালকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রাশিদুল হাসান জানিয়েছেন ।
প্রধানমন্ত্রীর নির্দেশে জাফর ইকবালকে ঢাকায় আনা হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এহতেশামুল হক দুলাল জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের ইলেট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ফেস্টিভাল চলছিল ক্যাম্পাসের মুক্তমঞ্চে । ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জাফর ইকবাল। প্রত্যক্ষদর্শী শিক্ষক-শিক্ষার্থীরা জানান, অনুষ্ঠানের শেষ পর্যায়ে ছুরি নিয়ে এক তরুণ বিচারকের আসনে বসে থাকা জাফর ইকবালকে পেছন থেকে হামলা করে।
ওসমানি মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুল হক সাংবাদিকদের বলেন, “জাফর ইকবালের মাথায় চারটি আঘাত করা হয়েছে। এগুলো রডের আঘাত বলে মনে হচ্ছে। এছাড়া তার বাঁ হাত ও পিঠে ছুরিকাঘাতের জখম রয়েছে।” জাফর ইকবালের শরীরে ২৫ থেকে ২৬টি সেলাই পড়েছে বলে জানিয়ে তিনি বলেন, “এখন উনি শঙ্কামুক্ত।”
[caption id="attachment_19219" align="aligncenter" width="1000"] হামলার আগে ফয়জুলকে দেখা গেছে জাফর ইকবালের পেছনে দাঁড়ানো।[/caption]
[caption id="attachment_19216" align="alignleft" width="231"] হামলার আগে ফয়জুলকে দেখা গেছে জাফর ইকবালের পেছনে দাঁড়ানো।[/caption]
সিলেটে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী একজন মাদ্রাসাছাত্র বলে তার প্রতিবেশীরা জানিয়েছেন । ফয়জুর রহমান ওরফে ফয়জুল নামে ওই তরুণ পরিবারের সঙ্গে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন কুমারগাঁওয়ের শেখপাড়ায় থাকেন বলে পুলিশ জানিয়েছে । তবে সে মাদ্রাসা ছাত্র কি না তা নিশ্চিত করতে পারেননি পুলিশ কর্মকর্তারা ।
ওই এলাকার বেশ কয়েকজন বাসিন্দা গণমাধ্যমকে বলেছেন, ফয়জুলদের গ্রামের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল কালিদারকাপন এলাকায় । তার বাবা মাওলানা আতিকুর রহমান সিলেট-সুনামগঞ্জ সড়কের পার্শ্ববর্তী টুকেরবাজারে একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন । সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া সাংবাদিকদের বলেন, ফয়জুল ক্যাম্পাস সংলগ্ন শেখপাড়ায় পরিবারের সঙ্গে থাকে । “সে একটি কম্পিউটারের দোকানে কাজ করে জানা গেছে । এ বিষয়ে আরও খোঁজ-খবর নেওয়া হচ্ছে।”
র্যাবের শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, শনিবার রাত ৯টার দিকে পুলিশ ও র্যাবের একটি দল শেখপাড়ায় ফয়জুলদের বাসায় যায় । তবে বাসা তালাবন্ধ থাকায় কাউকে পাওয়া যায়নি ।
[caption id="attachment_19218" align="aligncenter" width="855"] হামলার আগে ফয়জুলকে দেখা গেছে জাফর ইকবালের পেছনে দাঁড়ানো।[/caption]
সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার জাফর ইকবাল বিভিন্ন সময়ে জঙ্গিদের হুমকি পেয়েছিলেন । প্রায় তিন বছর ধরে তার নিরাপত্তায় নিয়োজিত রয়েছে পুলিশ সদস্যরা । তাদের পাহারার মধ্যেই শনিবারের এই হামলা হয়েছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com