১০ই ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০১৬
এসবিএনঃ বকেয়াসহ নতুন পে-স্কেল প্রদানের দাবিতে প্রধানমন্ত্রীর বরাবারে স্মারকলিপি দিয়েছেন জাতীয় শিক্ষক কর্মচারি ফ্রন্ট সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার(২৪মার্চ)দুপুরে স্মারকলিপিটি গ্রহণ করেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার এমডি আল আমিন।
স্মরকলিপিতে উল্লেখ করা হয়, ২০১৫ সালে ঘোষিত নতুন পে-স্কেল ঘোষণার পর প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে বেসরকারি শিক্ষক-কর্মচারিদের অন্তর্ভূক্ত করা হয়।
কিন্তু সরকারি কর্মকর্তা-কর্মচারিরা নতুন পে-স্কেলে বেতন ভাতা পেলেও বেসরকারি শিক্ষক-কর্মচারিরা এখনও এই সুবিধা থেকে বঞ্চিত।
এতে বেসরকারি শিক্ষক-কর্মচারিদের মধ্যে হতাশা ও অসন্তোষ দেখা দিয়েছে। চলতি মার্চ মাস পর্যন্ত বেতনের সঙ্গে নতুন পে-স্কেল সংযোজন করে বকেয়া প্রদানের দাবি জানান।
জাতীয় শিক্ষক ফ্রন্টের পক্ষে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের বিভাগীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মুজিবুর রহমান, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি সিলেট মহানগর কমিটির সভাপতি আবদুল জলিল, মহানগর কমিঠির সাধারন সম্পাদক সুবল চন্দ্র দাস, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মো. সালাহ উদ্দিন বেলাল প্রমুখ।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com