২২শে সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০১৮
ভারতের ১৩তম রাষ্ট্রপতি প্রণব মুখার্জি গত বছর জুলাইয়ে অবসরে যান। অবসরের পর এটাই তার প্রথম বিদেশ সফর হিসেবে বাংলাদেশে আসেন রোববার । সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রবেশ করেন প্রণব মুখার্জি । প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেছেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। বৈঠক শেষে ভারতের সাবেক রাষ্ট্রপতিকে মধ্যাহ্নভোজেও আপ্যায়িত করবেন প্রধানমন্ত্রী। বিকালে প্রণব মুখার্জি বাংলা একাডেমিতে আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলনে অংশ নেবেন।
এর আগে সকাল ১১টা ৪০মিনিটে ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে প্রণব মুখার্জির বাংলাদেশ সফরের আনুষ্ঠানিকতা শুরু করেন। পরে তিনি বঙ্গেবন্ধু জাদুঘর পরিদর্শন করেন। পাঁচ দিনের সফরে সফরে তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।
মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানেই তাকে দেয়া হবে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি। বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান শেষ করে রাউজানে পারিবারিক বসতভিটা দেখতে যাবেন প্রণব। রাতে চট্টগ্রামেই থাকবেন তিনি।
বুধবার ঢাকায় ফিরে বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে। পরদিন বৃহস্পতিবার সকালে দেশের উদ্দেশ্যে রওনা হবেন ভারতের সাবেক রাষ্ট্রপতি।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com