প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একজন খেলা প্রিয় মানুষ বলে অভিহিত করেছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)।
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুরে শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে ‘তৃতীয় আইএসএসএফ ইন্টারন্যাশনাল সলিডারিটি ওয়ার্ল্ড র্যাঙ্কিং আরচ্যারি চ্যাম্পিয়নশিপ-২০১৯’ এর সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
এ ক্রিড়া প্রতিযোগিতার সহায়তায় ছিলো বাংলাদেশ আরচ্যারি ফেডারেশন এবং ইসলামিক সলিডারিটি স্পোর্টস ফেডারেশন।
গোলাম দস্তগীর গাজী বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন খেলা প্রিয় মানুষ। তিনি খেলাধুলা অনেক ভালোবাসেন। যেকোনো খেলা হলে তিনি সময় পেলেই খেলা দেখতে চলে যান। বাংলাদেশের সব খেলার মান অবশ্যই আরও উন্নতি হবে। অন্যদিকে আমি এধরণের আন্তর্জাতিক প্রতিযোগিতামুলক একটি ক্রিড়ায় অতিথি হিসেবে আসতে পেরে অভিভূত।
সলিডারিটি ওয়ার্ল্ড র্যাঙ্কিং আরচ্যারি চ্যাম্পিয়নশিপের প্রথম ও দ্বিতীয় আসর ঢাকার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বসলেও এবার প্রতিযোগিতার মিলন মেলা বসছে টঙ্গির শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম। ২০১৭ সালে প্রথম আসরে ১৪ এবং গত বছর দ্বিতীয় আসরে ১৮টি দেশ অংশ নিয়েছিল। এবার সলিডারিটি আরচ্যারিতে খেলছেন ২৬ দেশের প্রায় দেড় শতাধিক তীরন্দাজ। তাদেরই পদচারনায় আজ মঙ্গলবার পর্যন্ত শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম মুখরিত ছিল। সর্বাধিক দেশের অংশগ্রহণে বাংলাদেশে এটাই প্রথম কোনো আরচ্যারি প্রতিযোগিতা ।এজন্য বাংলাদেশ গর্বিত। আগামীতে আরও বেশি দেশ অংশ নেবে।
সমাপনী অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন, ইসলামিক সলিডারিটি স্পোর্টস ফেডারেশনের মহাসচিব মোহাম্মদ এসএম আলগার্নাস, কোষাধক্ষ্য বিনদাল্লাক আবদুল্লাজিজ সাদ এ,ওয়ার্ল্ড আরচ্যারির মহাসচিব টম ডিলেন, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফখরুদ্দিন হায়দার (অবঃ),বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব রশিদুজ্জামান সেরনিয়াবাত প্রমুখ।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Web Design by: SuperSoftIT.com