এস এম এবাদুল হক, কমলগঞ্জ থেকে:
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্য জনসভায় হত্যার হুমকির প্রতিবাদে আজ সোমবার ২২ মে কমলগঞ্জ উপজেলায় যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি পৌর শহরের ভানুগাছ চৌমুহনীতে গিয়ে শেষ হয়। সমাবেশে উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ শায়েখ আহমদ এর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ আব্দুল মালিক বাবুল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক পৌর মেয়র মোঃ জুয়েল আহমদ, উপজেলা যুবলীগ সদস্য মোঃ আবুল কালাম, আনোয়ার পারভেজ আলাল, মুস্তাফিজুর রহমান, কমলগঞ্জ সদর ইউনিয়ন যুবলীগ এর সাধারণ সম্পাদক এস.এম এবাদুল হক, পতনঊষার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল বসর জিল্লুল, শমশেরনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আব্দুল খালেক শিপলু, আলীনগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহিন আহমদ সহ যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ১৯ মে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন। এর প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করছেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সংবাদটি শেয়ার করুন