১৭ই এপ্রিল ২০২১ ইং | ৪ঠা বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ১২, ২০১৬
এসবিএন ডেস্ক: সৌদি আরবের অর্থায়নে নির্মিত ‘স্কুল কাম সাইক্লোন শেল্টার’ উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এসব স্থাপনা শিক্ষার্থীদের কাজে লাগার পাশাপাশি দুর্যোগে এখানে নিরাপদ আশ্রয় পাবে।
মঙ্গলবার গণভবন থেকে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরগুনার আমতলীতে এই ‘স্কুল কাম সাইক্লোন শেল্টার’ উদ্বোধন করেন। সৌদি আরবের সফররত যুবরাজ তুর্কি বিন আবদুল্লাহ বিন আবদুল আজিজ এবং ইসলামি উন্নয়ন ব্যাংকের (আইডিবি) প্রেসিডেন্ট আহমেদ মোহাম্মদ আলি আল মাদানী আমতলীর স্কুলটিতে উপস্থিত ছিলেন। কিং আবদুল্লাহ হিউম্যানিটেরিয়ান অ্যান্ড চ্যারিটেবল ফাউন্ডেশনের ‘ফায়েল খায়ের’ কর্মসূচির আওতায় বাংলাদেশে এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
সৌদি আরবের প্রয়াত বাদশাহ আবদুল্লাহ বিন আব্দুল আজিজ বাংলাদেশের সিডরবিধ্বস্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ‘স্কুল কাম সাইক্লোন শেল্টার’ নির্মাণে ১৩ কোটি ডলার অনুদান দিয়েছিলেন। এ অর্থে ১৩টি জেলায় ১৭৩টি ‘স্কুল কাম সাইক্লোন শেল্টার’ নির্মিত হচ্ছে, যার মধ্যে ৬১টির কাজ শেষ হয়েছে।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, ‘এ প্রকল্প বাস্তবায়নে একদিকে শিক্ষার্থীদের যেমন সুবিধা হবে, তেমনি দুর্যোগের সময় মানুষ নিরাপদ আশ্রয় পাবে।’
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766