প্রবাসীদের সহায়তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০১৮

প্রবাসীদের সহায়তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
আবু তাহির ,ফ্রান্স 
বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এর কাছে ইউরোপের সর্ববৃহৎ সামাজিক সংগঠন ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশন ইপিবিএ স্মারকলিপি প্রদান করে । এসময় স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিশ্রুতি দিয়ে বলেন এয়ারপোর্টে হয়রানি বন্ধে সকল ব্যবস্থা শিগ্রই গ্রহণ করা হবে । তিনি ইপিবিএ ,র দাবি গুরুত্বসহকারে বিবেচনা করে বিমানবন্ধরে প্রবাসীদের সহায়তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন , তদারকি ও প্রবাসীদের সহায়তার ডেস্ককে কার্যকর করবেন বলেন । তিনি প্রবাসীদেরকে সচেতনতার ও পরামর্শ দেন । তিনি বলেন কিছু দুষ্ঠ লোক খুঁজতে অনেক সময় ইমিগ্রেশনে সাধারণ প্রবাসীরা হয়রানিতে পড়েন যা সরকারের জানার মধ্যে , কিন্তু এ সমস্যা দ্রুত সমাধান করা হবে ।
সরকার প্রবাসীদের সকল সমস্যা সমাধানে যথেষ্ট আন্তরিক।প্যারিসের রিপাবলিকে ক্রাউন প্লাজা হোটেল এর বলরুমে এ মতবিনিময় অনুষ্ঠিত হয় । ইপিবিএ এর পক্ষ থেকে ইপিবিএ কেন্দ্রীয় সহসভাপতি আশরাফু ইসলাম , জিকু বাদল ,মামুন মিয়া , ইপিবিএ ফ্রান্স সভাপতি ফারুক খান , কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক মোতালেব খান , সহকোষাধক্ষ অজয় দাস , কর্মসংস্থান সম্পাদক শাহাদৎ হোসেইন সাইফুল , প্রচার ও প্রকাশনা সম্পাদক এনায়েত হোসেন সোহেল ,ইপিবিএ কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সামসুল ইসলাম ইপিবিএ ফ্রান্সের মহিলা সম্পাদিকা সুমা দাস সহ ইপিবিএ নেতারা উপস্থিত ছিলেন । এসময় স্বরাষ্ট্রমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন ইপিবিএ নেতারা ।

লাইভ রেডিও

Calendar

October 2023
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031