এসবিএন দিরাই প্রতিনিধিঃ দিরাই-শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ কে’র সহ-সভাপতি কমিউনিটি নেতা হাজী সিরাজ মিয়া দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
সোমবার বিকাল ৪ টায় দিরাই সেন মার্কেটের প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদারের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক সর্দার মুজাহিদুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা বেলাল আহমদ, সমুজ আলী ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি খালেদ আহমদ জায়ীম, ফারিয়ার সাধারণ সম্পাদক মহিউদ্দীন মিল্লাদ, পৌর জমিয়তের সাধারণ সম্পাদক আরিফ আহমদ, হুমায়ুন কবির, ছাত্রনেতা জুনেদ আহমদ, বাবুল আহমদ প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাব অর্থ সম্পাদক সৈদুর রহমান তালুকদার।
প্রধান অতিথির বক্তব্যে হাজী সিরাজ মিয়া বলেন, আমরা সাত সমুদ্র তের নদীর সে পারে থাকলেও আমাদের মন পড়ে থাকে আমাদের প্রিয় জন্ম ভূমি বাংলাদেশে।
সব সময় চিন্তা করি দেশের কল্যাণে কাজ করতে আর এ উদ্দেশ্য নিয়েই আমরা দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশনের জন্ম দিয়েছি।
আগামী বুধবার হতদরিদ্র ২০টি পরিবার কে তাদের বিবাহ কাজ সমর্পণের জন্য আর্থিক সহযোগিতা করবো এবং এ অনুষ্ঠানকে সফল করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
সংবাদটি শেয়ার করুন