ঢাকা ৯ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


প্রয়াত “আব্দুন নুর মাস্টার সড়কের শুভ উদ্বোধন

redtimes.com,bd
প্রকাশিত মে ২৪, ২০২৩, ০৮:৫৩ অপরাহ্ণ
প্রয়াত “আব্দুন নুর মাস্টার সড়কের শুভ উদ্বোধন

মহিবুর রহমান মুকুল:

মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শিক্ষানুরাগী দাতা সালিশ বিচারক প্রয়াত আব্দুন নূর মাস্টার সাহেবের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কমলগঞ্জ উপজেলার ২ নং পতন ঊষার ইউনিয়নের একটি রাস্তা নামকরণ করা হয়। তাঁর মৃত্যু পরবর্তী নাগরিক শোক সভায় স্থানীয় এমপি উপাধ্যক্ষ ড আব্দুর শহীদ এমপির উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা করা হয়। করোনা পরবর্তী সময়ে ব্যস্ত সিডিউলে আনুষ্ঠানিকভাবে সেই রাস্তাটির নাম ফলক উন্মোচন করা সম্ভব হয়ে ওঠেনি।

মঙ্গলবার (২৩শে মে) আনুষ্ঠানিকভাবে এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা উপাধ্যক্ষ ড আব্দুর শহীদ এমপি.”প্রয়াত আব্দুল নুর মাস্টার সড়কটির, নামফলক উন্মোচন করেন করেন।

পরে এমপি প্রয়াত আব্দুল নুর মাস্টারের কবর জিয়ারত করেন। ব্যক্তি উদ্যোগে নির্মিত গোপিনগর আধুনিক জামে মসজিদ পরিদর্শন করেন। মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত আব্দুন নুর মাস্টারের পরিবারের সাথে কুশল বিনিময় করেন।

উল্লেখ্য, বহুমুখী প্রতিভার অধিকারী আব্দুর নূর মাষ্টার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বের প্রতি আকৃষ্ট হয়ে ১৯৭২ সাল থেকেই আওয়ামী রাজনীতিতে জড়িয়ে পড়েন। তিনি সমাজ কর্মের প্রতিই অধিকতর মনোযোগী হয়ে পড়েন। জনসেবার অংশ হিসাবে সমাজের বাদ বিবাদ নিষ্পত্তিতে শালিস বিচারক হয়ে উঠেন। একজন দক্ষ প্রথম সারির শালিস বিচারক হিসাবে জেলার বিভিন্ন থানায় জটিল বিষয় নিরসনে উনার প্রয়োজনীয়তা ছিল সমাজে সর্বজন স্বীকৃত। শালিস বিচারে ৮০ ভাগ বিরোধ-ই তার জীবনে নিষ্পত্তি হয়েছে।

পরিবারের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করা হয় রাস্তা নামকরণের সাথে সংশ্লিষ্ট উপাধ্যক্ষ ড আব্দুস শহীদ এমপি মহোদয়কে, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তওফিক আহমদ বাবু ও সম্মানিত সকল জনপ্রতিনিধিদেরকে।

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031