সুমন দেঃ প্রযুক্তির কাছে বিশ্ববাসী যেমন সুফল পাচ্ছে, ডিজিটাল যুগে অনলাইন সংবাদপত্র ও মুদ্রিত সংবাদপত্র দু’ধরনের সংবাদপত্র আমাদে দেশে প্রচলিত রয়েছে । যুগের বিবর্তনে মুদ্রিত সংবাদ পত্রের সার্কুলেশন কমে আসছে । অনলাইন সংবাদপত্রের নিজস্ব সুবিধা রয়েছে বহু ভাবে । অনলাইন সংবাদপত্রের একটি সুবিধা হল যে খবর খুব দ্রুত আপডেট করা যায়, পাঠক তাৎক্ষণিক ভাবে সংবাদ জানতে পারেন । অন্যদিকে মুদ্রিত সংবাদপত্রের ক্ষেত্রে সর্বশেষ খবর আপডেট করা সম্ভব নয় । যার জন্যে পাঠককে আরো একদিনের জন্য সর্বশেষ খবর আপডেট পেতে অপেক্ষা করতে হয় । এই কারণেই অনলাইন সংবাদপত্র জনপ্রিয় । পিন্ট বা মুদ্রিত সংবাদ পত্রের সার্কুলেশন অপেক্ষা অনলাইন সংবাদপত্রের পাঠক শতকরা প্রায় ১০ গুন বেশী। যেখানে, মুদ্রিত সংবাদপত্রের মোট সার্কুলেশনের চেয়ে শুধু একটি অনলাইন সংবাদের পাঠকও দু’গুন বেশী। সংবাদ মাধ্যমের বর্তমান প্রেক্ষাপটে মুদ্রিত সংবাদপত্র অনলাইন সংবাদ মাধ্যমের কাছে হুমুক হয়ে দাড়িয়েছে !
মুদ্রিত সংবাদপত্র পড়ার একটি সুবিধা হল, আপনি যেখানেই যান সেখানে এটি বহন করতে পারেন । অন্য দিকে, আপনি আপনার স্মার্টফোনগুলিও ব্যবহার করতে পারেন । তারপর যান চালেও স্মার্টফোনে ব্যাটারি চার্জ প্রয়োজন হলে প্রযুক্তির সৃষ্টি পাওয়ার ব্যাকআপ রয়েছে । যা মুদ্রিত সংবাদপত্র ব্যবহার থেকে সরিয়ে নিচ্ছে পাঠকদের।
একটি মুদ্রিত সংবাদপত্রের তুলনায় একটি অনলাইন পত্রিকা আরও বিস্তারিতভাবে পড়তে পারেন । আপনি খুব সহজেই পুরোনো সমস্যাগুলি পড়তে পারেন আর্কাইভ হতে । এই সুবিধা থেকে বঞ্চিত মুদ্রিত সংবাদপত্রের পাঠকরা । আপনি একটি অনলাইন সংবাদপত্র কোন সরাসরি ব্যয় নেই, শুধু ইন্টারনেট খরচে পেয়ে যাচ্ছেন সকল অনলাইন মাধ্যমের খবরা-খবর । “অনলাইন সংবাদপত্র পাঠকদের অনুরোধ করে সাইটে নিবন্ধন এবং মন্তব্য পোস্ট করার জন্যে” ।
অনলাইন সংবাদপত্র সহজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা সম্ভব। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আপনি সার্বক্ষণিক নিউজ আপডেট পেয়ে যাচ্ছেন। একবিংশ শতাব্দীর যোগাযোগব্যবস্থা নতুন ধারার যোগাযোগমাধ্যম-শাসিত হয়ে উঠছে যাকে ‘নিউ মিডিয়া’ নামকরণ করা হয়েছে। প্রযুক্তি কি তবে প্রিন্ট বা মুদ্রিত সংবাদপত্র গুটিয়ে নেয়ার দিকে এগুচ্ছে ?
সংবাদটি শেয়ার করুন