২৯শে নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ণ, মার্চ ২৬, ২০১৬
বিল গেটস : বিল গেটসের মোট সম্পদের পরিমাণ ৭৫ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশী টাকায় যা ৫ লাখ ৮১ হাজার কোটি টাকারও বেশি। শুধু প্রযুক্তি ব্যবসায়ীর তালিকাতেই নয়; বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি তিনি।
তবে মাইক্রোসফটের মাত্র ৩ শতাংশ শেয়ারের মালিক তিনি। যা তার মোট সম্পদের ২০ শতাংশেরও কম। কানাডার জাতীয় রেলওয়ে, ডিরি অ্যান্ড কোং, জনসেবামূলক সেবা ইকোল্যাব তার আয়ের অন্যতম বড় উৎস।
জেফ বেজস : ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের প্রধান নির্বাহী জেফ বেজসের মোট সম্পদের পরিমাণ ৪৫.২ বিলিয়ন। যা বাংলাদেশী সাড়ে ৩ লাখ কোটি টাকারও বেশি।
মার্ক জাকারবার্গ : প্রযুক্তি বিশ্বে এ সময় সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে মার্ক জাকারবার্গের নাম। জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের সম্পদের পরিমাণ ৪৪.৬ বিলিয়ন মার্কিন ডলার।
ল্যারি অ্যালিসন : মার্কিন কম্পিউটার প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি আলিসনের মোট সম্পদ ৪৩.৬ বিলিয়ন মার্কিন ডলার।
ল্যারি পেইজ : সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান আলফাবেটের প্রধান নির্বাহী ল্যারি পেইজের মোট সম্পদ ৩৫.২ বিলিয়ন মার্কিন ডলার।
সার্গে ব্রিন : সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান আলফাবেটের প্রেসিডেন্ট সার্গে ব্রিনের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার কোটি টাকারও বেশি। আলফাবেটের অধীনে গুগলসহ নেক্সট, কেলিকো, গুগল ভেঞ্চারস ও গুগল এক্স রয়েছে।
স্টিভ বালমার : মাইক্রোসফটের সাবেক প্রধান নির্বাহী স্টিভ বালমারের মোট সম্পদের পরিমাণ ২৩.৫ বিলিয়ন মার্কিন ডলার। যা বাংলাদেশী ১ লাখ ৮২ হাজার কোটি টাকারও বেশি। মাইক্রোসফটের ৪ শতাংশ শেয়ারের মালিক তিনি।
জ্যাক মা : চীনা ই-কমার্স জায়ান্ট আলীবাবার প্রতিষ্ঠাতা প্রযুক্তি ক্ষেত্রে ধনীদের তালিকায় রয়েছেন ৮ নম্বরে। তার সম্পদের পরিমাণ ২০.৫ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশী ১ লাখ ৫৮ হাজার কোটি টাকারও বেশি।
মাইকেল ডেল : প্রযুক্তি জায়ান্ট ডেলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মাইকেল ডেলের সম্পদের পরিমাণ ১৯.৮ বিলিয়ন মার্কিন ডলার। যা বাংলাদেশী ১ লাখ ৫৩ হাজার কোটি টাকারও বেশি।
মাইকেল ডেল ১৯৮৪ সালে ডেল প্রতিষ্ঠা করেন। ১৯৯২ সাল থেকে তিনি এর প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
মা হুয়াটেঙ : প্রযুক্তি ক্ষেত্রে ধনী ব্যক্তিদের তালিকায় ১০ নম্বরে রয়েছেন টেনসেন্ট হোল্ডিংয়ের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মা হুয়াটেঙ। বিশ্বের সবচেয়ে বড় ১০টি ওয়েবসাইটের একটি হল টেনসেন্ট হোল্ডিং।
– টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com