সিলেট বাংলা নিউজ স্পোর্টসঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেইম ডেভলপমেন্ট কমিটির ব্যবস্থাপনায় এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে ‘‘প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা ২০১৫-২০১৬’’ এর শুভ উদ্বোধন ১লা এপ্রিল ২০১৬ শুক্রবার সকাল ৮.৩০ ঘটিকায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এম সি কলেজের অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ও আবু আশরাফ সিদ্দিকী, ইভিপি এন্ড জোনাল হেড, প্রাইম ব্যাংক লিমিটেড, সিলেট ব্রাঞ্চ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুল ক্রিকেট টুর্ণামেন্ট কমিটির আহবায়ক আলী ওয়াসিক উজ্জ জামান চৌধুরী অনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক লিমিটেডের ভাইস-প্রেসিডেন্ট হারুনুর রশীদ চৌধুরী, নজরুল ইসলাম এসএভিপি, রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষক আব্দুল মতিন, রাজা জি সি হাই স্কুলের শারীরিক শিক্ষক মানিক খান, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দীপ দাস সুজক, বিসিবি’র সিলেট বিভাগীয় ক্রিকেট কোচ ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ কমিটির সহ-সভাপতি এ কে এম মাহমুদ ইমন, বিসিবি’র সিলেট জেলা ক্রিকেট কোচ মারুফ হাসান, আম্পায়ার ইছমত আলী, এস এইচ রিমন ও স্কোরার রুমান আহমেদ, প্রাইম ব্যাংক লিমিটেড’র কর্মকর্তা রেজোয়ান উদ্দিন সুহেল, মো. হানিফ, এখলাছুর রহমান, ওয়াসিম আহমদ চৌধুরী, আশীষ ভট্টাচার্য্য, রনবীর চৌধুরী প্রমুখ।
উদ্বোধনী খেলায় রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ২৩৬ রানে রাজা জি সি হাই স্কুলকে হারিয়ে বিজয়ী হয়।
সংবাদটি শেয়ার করুন