প্রাক্তন এমপি মাসুদ অরুণ গ্রেফতার

প্রকাশিত: ৭:৪৬ পূর্বাহ্ণ, এপ্রিল ১১, ২০১৬

প্রাক্তন এমপি মাসুদ অরুণ গ্রেফতার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মেহেরপুর-১ আসনের প্রাক্তন সংসদ সদস্য মাসুদ অরুণকে গ্রেফতার করেছে পুলিশ।

নাশকতার মামলায় আদালতের পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী।

সোমবার ভোরে মেহেরপুর শহরের নিজ বাড়ি থেকে মাসুদ অরুণকে গ্রেফতার করা হয়।

ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, ২০১৩ সালে সরকার বিরোধী আন্দোলনের সময় বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ ও সড়কের পাশের গাছ কাটার ঘটনায় সদর থানায় কয়েকটি মামলা দায়ের করে পুলিশ।

এর মধ্যে দু’টি মামলায় মাসুদ অরুণ আসামি ছিলেন। উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন তিনি। জামিনের মেয়াদ শেষে নিম্ন আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। দু’টি মামলার পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

লাইভ রেডিও

Calendar

November 2023
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930