১৭ই আগস্ট ২০২২ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৩ পূর্বাহ্ণ, এপ্রিল ২৩, ২০১৮
-তারিক সমিন
তোমার তরে ঠেকিয়ে মাথা
কাঁদে হৃদয় আকুল বেদনে
প্রভু হে, দয়া করো দয়াময়
কী বিষম এই যাতনা!
নাই হৃদয়ে সঙ্গীত,
নাই হৃদয়ে কবিতা
নাই স্বদেশীর প্রতি মমতা
নাই তোমার প্রতি ভালবাসা।
নাই জ্ঞান, নাই বিজ্ঞান,
নাই আলোকিত প্রাণ
শুধুই অন্ধকার, পিছিয়ে পড়ার আহবান
শুধুই অন্ধকার, হিংসা ও হানাহানি।
নাই উপন্যাসের দীর্ঘ মোহিত ক্ষণ
নাই গল্পের ক্ষণিক ভালবাসা
নাই লাইব্রেরীর সারি সারি বই
গবেষণাগারের পবিত্র নিষ্ঠা।
সবাই ব্যস্ত ক্ষণিকের মোহে
লোভ আর শঠতার নিষ্ঠুর কামনায়।
তুমি প্রভু আলোকিত কর
এসব অন্ধকার হৃদয়।
সবুজ বৃক্ষের অনাবিল ছায়া
উপড়ে ফেলে আজ,
দেখ সারিসারি
ইট আর দালানের জঞ্জাল নিঃশ্বাস করিছে গ্রাস।
সততা হায়! সে এক দুর্লভ বস্তু
বর্বরতা, স্বেচ্ছাচারিতার কালে।
পথহারা আজ শত কোটি প্রাণ
কাঁদে উন্মাদনার হিংসা আহবানে,
তুমি প্রভু না দেখালে পথ
হারিয়ে যাবে নিঃশেষ অন্ধকারে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com