ঢাকা ২১শে সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি


প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে ছাত্র নিহত

abdul
প্রকাশিত মার্চ ২৯, ২০১৬, ১১:১৩ পূর্বাহ্ণ
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে ছাত্র নিহত

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ চট্টগ্রাম মহানগরীর প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে দু’গ্রুপ শিক্ষার্থীর সংঘর্ষে ছুরিকাহত হয়ে ছাত্র নিহত হয়েছে।

মঙ্গলবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের দামপাড়া ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ছাত্রের নাম সুমন (২১)। একই ঘটনায় আরো ২ ছাত্র ছুরি আঘাতে আহত হয়েছেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহির সুমন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও সাধারণ ছাত্রদের সূত্রে জানা যায়, প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়া ক্যাম্পাসে ৩১তম ব্যাচের ফ্রেশার্স প্রোগ্রাম চলাকালে দু’দল ছাত্রের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। ১ পর্যায়ে ১ পক্ষ অপর পক্ষের ৩ ছাত্রকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে।

এতে সুমন, ইমতিয়াজ এবং রনি নামের ৩ ছাত্র আহত হলে ৩ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে রনি ও ইমতিয়াজকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।আহত অপর ছাত্র সুমন হাসপাতালে ভর্তির পর বিকেল ৩টার দিকে মারা যায়।

 

সংবাদটি শেয়ার করুন

September 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930