বিনোদন ডেস্ক
প্রিয়জনের ভালোবাসায় সিক্ত হলেন লুবনা মারিয়াম । গতকাল ছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট নৃত্যশিল্পী, নৃত্যগবেষক ও বীর মুক্তিযোদ্ধা লুবনা মারিয়ামের ৭০ তম জন্মোৎসব উদযাপন অনুষ্ঠান।
এ উপলক্ষে তাঁর বনানী ডিওএইচএস এর বাসায় বসেছিল চাঁদের হাট । রেডটাইমসের প্রধান সম্পাদক সৌমিত্র দেব , অংশীর সভাপতি শ্যামলী খান , উষসীর প্রাণ পুরুষ হুমায়ুন কবির , প্রজাপতি ফাউন্ডেশনের চেয়ারম্যান জেসমীন নূর প্রিয়াংকা , অভিনেত্রী আরজুমান্দ আরা বকুল , চাঁদনী সহ ঝাঁকে ঝাঁকে নৃত্যশিল্পী ।
লুবনা মারিয়ামকে অংশী, সাধনা, কল্পতরু, নাঈম ডান্স একাডেমি, উষসী, সোহাগ ডান্স ট্রুপ, দম্পতি সোসাইটি ও বাংলাদেশ নৃত্যশিল্পী ফাউন্ডেশন সহ বেশ কিছু সংগঠন ফুল,কেক ও বিভিন্ন উপহার দিয়ে শুভেচ্ছা জানায়। ছোট্ট পরিসরে হলেও বেশ চমক ছিল অনুষ্ঠানটিতে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com