-শেলী সেনগুপ্তা
প্রিয় শহরের প্রিয় আঙ্গিনায় বসে
গল্প গল্প খেলছিলাম,
স্মৃতির শহরে বেদনার স্তুপ থেকে
কারো হাত ধরে টেনে তুলছিলাম।
ভাঙ্গা কপাট, রংচটা পর্দা, বাসি আল্পনা সরিয়ে
জীবনের যাদুঘরটা সাজিয়ে নিচ্ছিলাম!
নতুন ফ্রেম
ঝকঝকে ছবি, সাদা প্লেটে
ভেজানো বেলী,হালকা সুবাস !
রংকরা দেয়ালে দুলে ওঠা ছবি,
অবাক আমি!
ছবিটা আমার,
প্রিয় শহরের প্রিয় আঙ্গিনায় ঝকঝকে আমি
প্রাণভরে হাসছিলাম!
সংবাদটি শেয়ার করুন