প্রেমিকাকে অপহরণ, প্রেমিকসহ সহযোগি গ্রেফতার ৪

প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৩

প্রেমিকাকে অপহরণ, প্রেমিকসহ সহযোগি গ্রেফতার ৪

লালমনিরহাট সদর প্রতিনিধি জিয়াউর রহমানঃ

জয়পুরহাটের সদরে এক যুবতীকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় সাবেক প্রেমিকসহ ৪ জনকে গ্রেফতারর করেছে র‌্যাব-৫।

বুধবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সদরের পাঁচুরমোড় এলাকা হতে প্রাইভেটকার থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

বুধবার রাত সাড়ে ৮ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-৫।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, লালমনিরহাট সদরের উপজেলার পঞ্চগ্রাম খন্ডিকরপাড়া এলাকার ফয়জার রহমানের ছেলে হোতা আব্দুল্লাহ আল মাসুম (২২), শিবরাম এলাকার মৃত আলম মিয়ার ছেলে ওবায়দুল ইসলাম (২৬), সাদেক নগর এলাকার মো. ইসলামের ছেলে ময়নুল হক (২৩), ও একই এলাকার আমিনুল ইসলামের ছেলে সোহেল রানা (২২)।

র‌্যাব জানায়, অপহরণকারীরা ভিকটিমকে অপহরণের উদ্দেশে লালমনিরহাট থেকে একটি প্রাইভেটকার ভাড়া করে নিয়ে জয়পুরহাট আসে। এরপর চক্রের মূলহোতা ভিকটিমের সাবেক প্রেমিক  ও তার তিন সহযোগী ভিকটিমকে জোরপূর্বক ভাড়া করা সেই প্রাইভেটকারে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

ঘটনাস্থলটি র‌্যাব ক্যাম্প হতে আনুমানিক ৪০০-৫০০ গজ দূরে অবস্থিত। এসময় জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের ৬ জন দায়িত্বরত এফএস সদস্য পাম্পে বাইকের জ্বালানি তেল নিতে যাওয়ার সময় বিষয়টি লক্ষ করে এবং কোম্পানি অধিনায়ককে বিষয়টি অবহিত করলে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে অপহরণকারী চক্রের হোতাসহ ৪ সদস্যকে আটক ও ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।

র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের কমান্ডার মেজর মো. মোস্তফা জামান বলেন, চক্রের হোতাসহ ৪ সদস্যকে আটকের পর জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে যে, ভিকটিমকে বিয়ে করার উদ্দেশে তারা তাকে জোর করে উঠিয়ে নিয়ে যাচ্ছিলেন লালমনিরহাটে। তাদের বিরুদ্ধে জয়পুরহাট জেলার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

March 2023
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031