অনলাইন ডেস্ক:
জয়পুরহাট সরকারি কলেজের সামনে বারোঘাটি পুকুর এলাকায় চারজন তরুণীর নিজেদের মধ্যে মারামারির ভিডিও ভাইরাল হয়েছে। শনিবার বিকেলে মারপিটের এ ঘটনা ঘটে।
জানা যায়, দুই তরুণী এক তরুণের সঙ্গে প্রেম করেন। দুই তরুণী বোন ও বান্ধবীকে নিয়ে সমঝোতা করতে এসে কথাকাটির একপর্যায়ে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে।তবে তাদের নাম ও পরিচয় কেউ জানাতে পারেননি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে এক মিনিট ৩ সেকেন্ডের একটি ভিডিও। সেখানে দেখা যায়, বোরকা পরা দুই তরুণী শাড়ি পরা দুই তরুণীকে মারপিট করছে। শাড়ি পরা তরুণী সড়কের উপর গেলে বোরকা পরা তরুণী তার বুকের ওপর বসে পড়ে।
বোরকা পরা তরুণী শাড়ি পরা তরুণীর চুল ধরে টানাহেঁচড়া করছে।
ঘটনাস্থলে উপস্থিত থাকা রনি হোসেন জানান, এক তরুণের সঙ্গে দুই তরুণী গোপনে প্রেম করছিলেন। এ ঘটনাটি তাদের নিজেদের জানাজানি হয়। এনিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল।
তারা নিজেরাই সমঝোতার উদ্যোগ নেন। দুই প্রেমিকার একজন শাড়ি, আরেকজন বোরকা পরে তাদের বোন ও বান্ধবীকে নিয়ে শনিবার বিকেলে জয়পুরহাট সরকারি কলেজের সামনে বারোঘাটি পুকুর এলাকায় আসেন।
তারা নিজেদের মধ্যে কথা বলছিলেন। হঠাৎ করে তাদের মধ্যে মারামারি শুরু হয়। তখন কয়েকজন তরুণ তাদের মারামারি দৃশ্য মুঠোফোনে ভিডিও করছিলেন।
রাতুল নামে এক তরুণ তার মুঠোফোনে তাদের মারামারির দৃশ্য ভিডিও ধারণ করেন। তিনি বলেন, আমরা শনিবার বিকেলে কলেজের সামনে বারোঘাটি পুকুরপাড়ে আড্ডা দিচ্ছিলাম। বিকেল সাড়ে চারটার দিকে শাড়ি পরা দুই তরুণী বারোঘাটি পুকুরপাড়ে আসেন।
সেখানে আগে থেকে বোরকা পরা দুই তরুণী অপেক্ষা করছিলেন। শাড়ি পরা দুই তরুণীর সঙ্গে বোরকা পরা দুই তরুণী গল্প করছিলেন। কয়েক মিনিট পর তাদের মধ্য মারামারি শুরু হয়।
[video width="216" height="402" mp4="https://www.redtimes.com.bd/wp-content/uploads/2023/02/Picsart_23-02-12_22-28-35-150.mp4"][/video]
অনেকেই তখন মারামারির দৃশ্য মুঠোফোনে ধারণ করছিলেন। আমিও তরুণীদের মারামারির দৃশ্য ভিডিও ধারণ করি। পরে মারামারি ভেঙে দেওয়ার পর দুই জোড়া তরুণী সেখান থেকে দ্রুত সটকে পড়েন।
তিনি আরও বলেন, আমরা যতদূর জেনেছি, এক তরুণের সঙ্গে দুই তরুণীর প্রেমের সম্পর্ক নিয়ে মারামারির ঘটনা ঘটেছে।
আমরা একজন তরুণীকে চিনতে পেরেছি। তিনি জয়পুরহাট সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com