২৮শে মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩২ পূর্বাহ্ণ, মার্চ ১৬, ২০২৩
এখন তখন এসব কোনো কথা নয়
প্রায়ই এই আমি নতুন কিছু প্রেমে পড়ে যাই
যত বেশি প্রেমে পড়ি
ততোই বেশি ভালোবাসি
ইতিমধ্যে যা ভালোবেসেছি
মনেহয় তাকেই জোরদার করার সময়…
পাপড়ি বাঁকানো গোলাপকে কাঁটা ডিঙিয়ে আনতে চাই
যেতে যেতে জবা, নয়নতারা ,বাগান বিলাসের
প্রেমে ডুবে যাই
ক্রোধে মুঠো আকাশের দিকে তাক করে
ব্যথা, অত্যাচার , দুর্দশাসহ কোনো অনাচার
যে পথের সামনে দেখি সেখানেই আগলে দাঁড়াই
কুরুচিপূর্ণ, নোংরা, মুখোশের আড়ালে
অনৈতিক কাজ যে রুখে দ্যায়
এমন কারোর প্রেমে পড়ে থাকি …
ভালোবাসা বজায় রাখার সময় পুনরাবৃত্তি আওড়াই
প্রতিটি শব্দের অস্তিত্বকে ভালবাসি
আমি শত্রুর প্রেমে পড়েছি
খুনি কিংবা কোন দারোগা বাবু ,
সাধু, খলনায়ক , খেলোয়াড়
হোক সাদা কালো কিংবা রঙ্গিন ছবি -এসবের প্রেমে পড়ি …
শেখার জন্য জীবনের অন্যতম কঠিন পাঠ শিখতে
বিদ্বেষীদেরকে দুর্দান্ত উদ্দীপক বলে মনে করি
নিন্দুকেরা আমার চরম প্রেমিক !
ছায়ার মতো ক্যামন পিছনে হেঁটে বেড়ায় …
যে রাখাল পাহাড় হেলান দিয়ে
অদৃশ্যকে দৃশ্যমান করে তোলার চেষ্টা করেছিলো
সেই মেষপালকের রওজা মোবারকও ভালোবাসি
সামুদ্রিক জলের মিষ্টি লোনা গন্ধ -জলজের আবে হায়াত
গলুইয়ে দাঁড়িয়ে বাইচের খোয়াজ খিজির…
মৃত শঙ্খের ফুঁৎকার দুইপাটি শুভ্র ঝিনুকের কঙ্কাল
ধারালো পাথরের উপকুলের উভচর -তাকেও ভালোবাসি
পদ্মা যমুনা মেঘনা ধলেশ্বরীর শরীরে নেমে পড়ি
জল ছলছল প্রেম মেখে নিই যুগল সাঁতারে
আহ্,নদী সেও আস্টেপিস্টে আমাকে জাপটে ধরে
প্রেম সেতো প্রেমই গড়ে …
আমি নতুন কিছু প্রেমে পড়ি
শিশু যুবা বৃদ্ধ তরুণী বয়স্ক হোক কিংবা নারী
যারা আন্তরিক কথাবার্তা বলে হেসে হেসে
ভালোবেসে তাদের সোনা’ বলে ডাকি
হিংসুটে আত্মীয় আড়ালে আমাকে শতখন্ডে নিকুচি করে
বাস্তবে অত্যন্ত চমৎকার হাবভাব যেনো -সিঁধেল চোর
সিঁধ কেটে আমার ঘরেই জোছনা ভরে দিয়ে যায়
বলো , ভালো না বেসে কি পারা যায় ?
ফাটলযুক্ত মাটি , সকালে ফোটা বিলের শাপলা
অ্যান্টিকের আসবাব , অসাড় গৃহকোণ
আঁতুড় ঘর , বেশ্যালয়ে দাঁড়ানো রমনীর আলতা মাখা পা’
দেবীর থান , বিশ্বাসের ঘোর লাগা বিপথগামী নাস্তিক
নাহ , কাউকেই ফেলে যেতে পারিনা …
সূর্যালোক , মেঘ ভাঙ্গা জবজবে বৃষ্টি, ঝড়ো হাওয়া,
শীতের হিমহিম সকাল , চৈত্রের দাবদাহ ,আশ্বিনের শিশির-
অনাগত নতুন কিছু নিয়ে প্রেমে পড়তে যারা অনুগত
যারা পরাগ রেণুর সহচর-
ভালো; আমি তাদের খুবই ভালোবাসি …
দ্রুত দৌড়ে রাস্তা কাটা কালো বিড়াল
গলির মোড়ে কুণ্ডলিত পুরনো ঘেয়ো কুকুর,
বছরের পর বছর ধরে জটাবাধা চুলের আড়ালে
পাগলের কাটা দাগ ভরা মুখ -আঁচিল, প্রমাদ –
সময়ে গড়িয়ে ওঠা বৃদ্ধের কুঁচকানো বলীরেখা
সেসবও যে এড়াতে পারি না …
অসম্ভব
অসম্মতি
অসঙ্গতি – নেই তো প্রেমে
কারও জন্য তার কিছুই – আসে যায় না
শুধু আমিই বারবার প্রেমে পড়ে যাই ….
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com