প্রেম

প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ, মে ২৫, ২০২৩

প্রেম

ইলা ইয়াছমিন

 

 

আবেগের মহা সমুদ্র
ডুবে ডুবে শান্তি অপার
বিধাতার দান অফুরান,
অনুভূতিরা মেলে দেয় ডানা
দেখেনা উঁচুনিচু ব্যবধান।।
মায়া চোখ,
মন্দ ঘোলাটে
কিছুই দেখোনা
খুঁজে নাও যত সুখ।
নিরবতা,
প্রকৃতির রূপে
মাধুরি মিশিয়ে
ভাবনায় কতকথা।।
বিরহ
কষ্ট যন্ত্রণা
বিচ্ছেদ যাতনা
ভুলে যাওয়া দুরূহ।।
ক্লান্তিহীন মহা সুখ,
আলিঙ্গনের ভরা উচ্ছ্বাস
ভালোবাসায় ভরা বুক।।
ছন্দে আনন্দে
সুর লয়ে–
বাজাও বাঁশি,,
কাব্যে রচনায়
সুনিপুণ ভাষা,
ঠোঁটের কোনে
লেগে থাকা মধুর
মায়াবী হাসি।।