২২শে সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০১৮
-তামান্না জেসমিন
চারপাশে হাজার মানুষ
আমি খুঁজি মানুষ কই?
সবাই বিশাল মানুষ ভবে
আমি ই বুঝি মানুষ নই l
মানুষ মানে মহান প্রাণী
পশু কেনো ভন্ড নয় ?
শেয়াল ডাকে হুক্কা হুয়া
পুরুষ নারীর অভিনয় l
মিথ্যা ঝুলি , মিথ্যা বুলি
মিথ্যে কথার বাহারে
আমি বোকা শুধুই দেখি
চাচাতো ভাই দুই চোরে l
মধুর কথায় ফানুস ওড়ে
নরম নরম ফুল হৃদয়
ভাজা মাছ উল্টে খাবে
কেমন করে জানতে চায় !
পেত্নি গুলো পরীর সাজে
ঘুড়ে বেড়ায় পাঁচতারা
পচিঁশ একর জমি পেলেও
পরের জামাই হাতছাড়া l
জিরো ফিগার দরকারে
ইয়াবা বাবায় হাত নাড়ে
ভূত হয়ে তাই ঘাড় ভাঙ্গে
ওয়ালেট শেষ, কি থাবারে !
জাত হারালি মান হারালি
হারালি সব ব্যবসাও
হারিয়ে গেলো আত্মিয়রা
হারিয়ে গেলো সন্তানও !
সব হারিয়ে গাটছাড়া মন
কোথায় যাবি এখন বাপ?
ভালো কথার নাইরে কদর
মাথায় বড্ড জাতির চাপ।
জল , সূর্য , চন্দ্রগ্রহন
আহম্মকে এক করে
চৈত্র মাসের মাদি কুকুর
শীতের পাগল চিতকারে l
উপর থেকে আদেশ আসে
তুমি বাবা ফকির চান
সাত আসমানের শুদ্ধ খবর
শুধুই করেন বিতরন l
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com