এসবিএন ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৩৩ জনের বিরুদ্ধে পল্টন থানার নাশকতার একটি মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।
মামলাটির তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম এ অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগপত্রের অপর আসামিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, আবদুল আওয়াল মিন্টু, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, বিএনপি নেতা খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল ও শিমুল বিশ্বাস।
এদের মধ্যে বুলুসহ ২০ জনকে পলাতক দেখিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন