ফরিদপুরের মধুখালীর পঞ্চপল্লিতে দুই ভাই হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী আন্দোলন জেলা শাখা।
শুক্রবার বেলা ২টায় শহরের জনতা ব্যাংকের মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। আয়োজক সংগঠনের ফরিদপুর জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফুরী।
অন্যদের মধ্যে বত্তৃদ্ধতা করেন ইউপি চেয়ারম্যান ওসমান গনি মুসাফিরী, মাওলানা শামসুল হক, আমজাদ হোসাইন, মুফতি আবু নাসির আইয়ুবী প্রমুখ। সভায় বক্তারা এ হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একই সঙ্গে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের জন্য সরকারের কাছে দাবি জানান।
উল্লেখ্য, ১৮ এপ্রিল এই হত্যাকাণ্ড ঘটে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com