৩রা মার্চ ২০২১ ইং | ১৮ই ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২১
ক্যামেলিয়া আহমেদ
ঘুরে এলাম জন্মের মাটি
প্রকৃতির সেই মায়াময় চেনা সুরে,নাম ডেকে বারবার কে যেন ঘুরে
কোথায় সে রক্তের বাঁধন সাথী মায়াহরিণীর দল
বল আমারে বল
এই শহরে থাকি শত ব্যস্ততা নিয়ে
সদূর সেই গ্রামটি যায় না দেখা,সেখানে আজো ম্লান হয়নি পায়ের রেখা
শুধু হৃদয়ে গেছে দেয়াল টুটি সব ফেলে তাই যাই ছুটি
আপন আমার কোথায় আছে কোথায় বন্ধুদল
বল আমারে বল
স্বজন আমার হারিয়ে গেছে যেখানে
যানি না কতদূর সে পথখানি,নতুন পথের ঠিকান না জানি
নাকি হারিয়েছে চির অচেনায়
কেউ কি ফেলেছিলো একফোঁটা চোখের জল
বল আমারে বল
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766