এসবিএন ডেস্ক: আবারো ঢাকায় আসছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। আগামী ১২ ডিসেম্বর দু’দিনের সফরে তিনি ঢাকা আসছেন বলে জানা গেছে। তার সঙ্গে থাকছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের কর্মকর্তা কাউন্সিলর থমাস এ শ্যানন।
আগামী বছরের প্রথমদিকে রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি হিসেবে পদোন্নতি পেয়ে ওয়েন্ডি শেরম্যানের স্থলাভিষিক্ত হবেন শ্যানন। এরপর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তৃতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হবেন তিনি। বাংলাদেশে শ্যাননের এটি প্রথম সফর হলেও নিশা দেশাই বেশ কয়েকবার ঘুরে গেছেন।
বাংলাদেশে অবস্থানকালে নিশা দেশাই ও থমাস এ শ্যানন পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে বৈঠক করবেন।
এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।
সংবাদটি শেয়ার করুন