এসবিএন ডেস্কঃ পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ন্যান্সি আবারও মা হতে যাচ্ছেন। সোমবার তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন।
ন্যান্সি জানান, তিনি ও তার স্বামী নতুন অতিথির জন্য অপেক্ষা করছেন।
ন্যান্সি ও তার স্বামী জায়েদের ঘরে নায়লা নামে এক কন্যা সন্তান রয়েছে। ন্যান্সির আগের ঘরে রয়েছে রোদেলা নামের আরেক কন্যা সন্তান।
২০০৫ সালে ‘হৃদয়ের কথা’ ছবির গানে কণ্ঠ দিয়ে মিডিয়ায় যাত্রা শুরু হয় ন্যান্সির। একই বছরে বিজ্ঞাপনের জিঙ্গেলেও অভিষেক হয় তাঁর।
পরের বছরে ২০০৬ সালে ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ ছবির ‘পৃথিবীর যত সুখ যত ভালোবাসা’ গানটির মাধ্যমে রাতারাতি আলোচনায় আসেন ন্যান্সি।
২০০৯ সালে সংগীতা থেকে বের হয় ন্যান্সির প্রথম একক অ্যালবাম ভালোবাসা অধরা। ৩ বছর পর ডেডলাইন মিউজিক থেকে বের হয় দ্বিতীয় একক রং।
২০০৯, ২০১০, ২০১১ আর ২০১২ পরপর ৪ বার তিনি ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’ পেয়েছেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com