২১শে জানুয়ারি ২০২১ ইং | ৭ই মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৫
এসবিএন ডেস্ক:
ফেসবুক ব্যবহারকারীরা সারা বছর জুড়ে নিজের ওয়ালে নানা ঘটনা শেয়ার করেছেন। পোস্ট করেছেন নানা ছবি। বছর তো শেষ হতে চললো। একবার সেই পুরনো ছবি আর ঘটনাগুলোয় চোখ বুলিয়ে নিলে কেমন হয়? খুব সহজে মাউচের ক্লিকে বানিয়ে ফেলতে পারেন ফেসবুক ইয়ার ইন রিভিউ। সারা বছর ফেসবুকে যা করেছেন তার একটা সালতামামি। শেয়ার করে দিতে পারেন বন্ধুদের জন্য।
প্রতিবছরের মতো এবারও ‘ইয়ার ইন রিভিউ’ ফিচারের মাধ্যমে পুরো বছরটির ঘটনাক্রম ফিরে দেখার সুযোগ করে দিয়েছে ফেসবুক। গত বছর ফেসবুক স্বয়ংক্রিয়ভাবে যে ছবিগুলো সবচেয়ে বেশি ‘লাইক’ পেয়েছিল, সেগুলো সাজিয়ে একটি ফটো কোলাজ তৈরি করে দিয়েছিল। কোলাজটির ওপরের দিকে ডানদিকের কোনায় থাকা কাস্টোমাইজ বাটন থেকে পছন্দমতো ছবি যুক্ত করা বা ছবি সরিয়ে ফেলার সুযোগও রেখেছিল। তবে এবারে ইয়ার ইন রিভিউ তৈরি করতে একটি ‘এডিট’ ও একটি ‘শেয়ার’ বাটন রেখেছে। মোট ১০টি ছবি দিয়ে তৈরি হবে ইয়ার ইন রিভিউ। লিঙ্কে গেলে ফেসবুক নিজেই আপনার ১০ টি ছবি দিয়ে একটা রিভিউ তৈরি করে দেবে। সেখানে থেকে এডিট বাটনের মাধ্যমে আপনি ছবি বাদ বা নতুন ছবি যোগ করতে পারবেন।
ফেসবুকের ইয়ার ইন রিভিউ তৈরি করার জন্য যেতে হবে (https://www.facebook.com/yearinreview/) লিংকে।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766