৭ই মার্চ ২০২১ ইং | ২২শে ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০১৮
প্রবাস নিউজের সম্পাদক ও কমিউনিটি একটিভিষ্ট গোলাম সাদত জুয়েল আটলান্টায় ২৭ থেকে ২৯ জুলাই অনুষ্ঠিতব্য ৩২তম ফোবানায় মিডিয়া কো-চেয়ারম্যান হিসাবে মনোনিত হয়ে মিডিয়ার দায়িত্ব পালন করছেন।
২০১৭ সালের মায়ামাী ফোবানায়ও তিনি মিডিয়া কো-চেয়ারম্যান হিসাবে দায়িত্ব করেছিলেন। সেন্ট্রাল ফ্লোরিডা নিবাসী সাংবাদিক জুয়েল ২০১২ সালের ওরলান্ডো ফোবানায় মিডিয়া কো-কনভেনর হিসাবেও দায়িত্ব পালন করে প্রশংসিত হয়েছিলেন।
সাংবাদিকতায় ২৫ বছর থেকে জড়িত গোলাম সাদত জুয়েল সাপ্তাহিক ঠিকানা ও প্রথম আলোয় উত্তর আমেরিকার সাথে জড়িত। এছাড়াও তিনি বাংলাদেশের বেশ কয়েকটি জনপ্রিয় অনলাইনে নিয়মিত লিখে থাকেন।
সাংবাদিক জুয়েল সাদতের প্রকাশিত বইয়ের সংখ্যা ৫ টি। ২০১৯ সালের বই মেলায় তার প্রথম ইংরেজী বই ’আমেরিকান ব্রকেন উইংস’ প্রকাশিত হতে যাচ্ছে। ফোবানা উত্তর আমেরিকার সবচেয়ে বড় বার্ষিক ইভেন্ট ২০১৮ সালের ফোবানার ৩২তম আসর ইতিহাস সৃষ্টি করবে বলে বিশ্লেষকরা ধারনা করছেন।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766