বইমেলা

প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৩

বইমেলা

মোস্তফা মোহাম্মদ

 

মেলার মাঠে ধুলা ছিলো,
বেলা শেষের গান,
বউ আর বইয়ের ঠেলায়,
গুঁড়িয়ে গেলো প্রাণ;

 

জলের তলে মুক্তা খুঁজি,
ঝিনুক পাশে নাই,
চোখে তোমার অসীম আকাশ,
বইয়ের পাতায় ছাই;

 

চিঠির ভাষায় বুকের কাঁপন,
কিশোর কালের ঢেউ,
লুকিয়ে পড়া প্রেমের পদ্য,
দেখে ফেলে কেউ;

 

খাতার পাতায় চোখের পানি,
নাকের জলে নদী,
ভালোবাসার গহীন বুকে,
ঝিনুক নিরবধি;

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

March 2023
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031