২৬শে মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৩
মোস্তফা মোহাম্মদ
মেলার মাঠে ধুলা ছিলো,
বেলা শেষের গান,
বউ আর বইয়ের ঠেলায়,
গুঁড়িয়ে গেলো প্রাণ;
জলের তলে মুক্তা খুঁজি,
ঝিনুক পাশে নাই,
চোখে তোমার অসীম আকাশ,
বইয়ের পাতায় ছাই;
চিঠির ভাষায় বুকের কাঁপন,
কিশোর কালের ঢেউ,
লুকিয়ে পড়া প্রেমের পদ্য,
দেখে ফেলে কেউ;
খাতার পাতায় চোখের পানি,
নাকের জলে নদী,
ভালোবাসার গহীন বুকে,
ঝিনুক নিরবধি;
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com