বগুড়া প্রতিনিধি:
বগুড়া শহরের নিকট কালিয়ার বাজারে রবিবার (৭ জুলাই) সনাতন ধর্মাবলীর একটি অত্যন্ত প্রশস্ত স্থানে বছরের রথযাত্রা উদ্বোধন করা হয়। রথযাত্রয় বৈদ্যুতিক দুর্ঘটনায় অনুমানিত ৩০ জন মানুষ আহত এবং ৫ জন নিহত হয়েছেন।
সরজমিনে গিয়ে জানা যায়, রবিবার বিকাল ৪:০০ টা থেকে পাঁচটার দিকে রথযাত্রা শুরু করলে ২০ থেকে ৩০ পা এগুনোর পর পথে আমতলা মোড় এলাকায় স্টিলের তৈরি রথের গম্বুজটি রাস্তার উপরে থাকা হাইভোল্টেজের বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। এতে সঙ্গে সঙ্গে তারে আগুন ধরে যায়। এ সময় এই হতাহত হওয়ার ঘটনা ঘটে। এতে রথের বাহনের সঙ্গে এবং নিকট থাকা আনুমানিক ৩ জন আহত হয়। এদের সকলকেই শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে শেষ খবর পাওয়া পর্যন্ত ৫ জন মারা যায়। মুহূর্তে আনন্দ যাত্রা হয়ে যায় যেন বিষাদে পরিপূর্ণ।
প্রতিবছর রথযাত্রা এই দিনে প্রায় ছয় থেকে সাত হাজার লোকের সমাগম হয় এই রথ যাত্রায়।
বিষয়টি নিশ্চিত করে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. স্নিগ্ধ আখতার বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজন মারা গেছেন। এর মধ্যে তিনজন নারী ও দুইজন পুরুষ। আমি এই মুহূর্তে হাসপাতালে আছি। পরে বিস্তারিত জানাতে পারব।
খবর পেয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ও হাসপাতালে ছুটে যান, বগুড়া-৬ (সদর) আসনে এমপি ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা প্রশাসক সাইফুল ইসলাম ও পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপিএম, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) এবং এছাড়াও রাজনৈতিক বিভিন্ন প্রাঙ্গণ এর নেতাকর্মীরা।
সংবাদটি শেয়ার করুন