বঙ্গবন্ধুর জন্মদিনে

প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২৩

বঙ্গবন্ধুর জন্মদিনে

মাহবুবুল আলম

তোমার জন্মের সংবাদে সেদিন হেসেছিল চাঁদ
নদী সাগরের উর্মিরা সেদিন কেউ যায়নি বাদ।
অসীম অনঙ্গে নক্ষত্ররাজী করেছিল উল্লাস
মধুর সিম্ফনি বাজিয়েছে আকাশ ও বাতাস।
পাখপাখালির মেলা বসেছিল তোমার জন্মক্ষণে
বেজেছিল সুর ফুটেছিল ফুল বাংলার বনে বনে।
যত জলরাশি মিশেছিল এসে মধুমতির জলে
ধানের ক্ষেতে ঢেউ ওঠেছিল নৃত্য করবে বলে।
প্রকৃতির বাতাসে ওঠেছিল সেদিন একই কন্ঠস্বর
সকল মানুষের মুখে একই নাম মুজিবর মুজিবুর।
তুমিই ঘুচিয়ে দিয়েছো বন্ধু আমাদের পরাধীনতা
তোমার জন্ম হয়েছিল বলেই পেয়েছি স্বাধীনতা।
১৭ মার্চ ২০২৩