১৯শে আগস্ট ২০২২ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০১৬
এসবিএন: আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন। তাঁকে উৎসর্গ করে ছড়া লিখেছেন লুৎফুর রহমান।
ছড়া: শেখ মুজিবের জন্মদিন
লুৎফুর রহমান
(০১)
একটি দেশের জন্মদাতা
বারেবারে খুুঁজিবর
দোয়েল জানায় নামটি তাঁরই
জাতির পিতা মুজিবর।
বুকভরা তাঁর দেশের মায়া
কণ্ঠে ছিল শান
মুজিব ছাড়া হয় কি বলো
বাংলাদেশের গান?
ও বাঙালি স্মরো তাঁরে
শোধতে কিছু ঋণ
আজকে হলো মুজিবেরই
শুভ জন্মদিন!
০২.
শিশুর সাথে ফুলপাখিও
নাচ্ছে আজি তাধিন ধিন
কারণ আজি জাতির পিতা
শেখ মুজিবের জন্মদিন।
শিশু দিবস এই দিনেতে
শিশুরা সব পায় যে সুখ
লাল-সবুজের ওই পতাকায়
দেখতে যে পায় কারই মুখ?
কিংবা যদি শিশু হয়েই
দেশের একটা খুঁজি বর
বারেবারে ভেসে আসে
মুখটি যে তাঁর মুজিবর।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com