৩রা মার্চ ২০২১ ইং | ১৮ই ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০১৮
সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেন ,”বঙ্গবন্ধু একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবেই বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন। জিয়া কেবল সংবিধান থেকেই ধর্মনিরপেক্ষতাকে বিসর্জন দেন নাই,বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি,বিশেষ করে জামাতের রাজনীতিকে তিনি এদেশে পাকাপোক্ত করেছেন ।আর বেগম জিয়া ধর্ম ব্যবসায়ী জামাতকেই রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত করেছে।বঙ্গবন্ধু হত্যার পিছনে এই রাজনৈতিক অপশক্তি ষড়যন্ত্র কাজ করেছে। বিএনপি-জামাতের সেই নোংরা রাজনীতি এখনও অব্যাহত রয়েছে।এই বিষবৃক্ষকে রাষ্ট্র ও সমাজ থেকে সমূলে উৎপাটিত করতে হবে।জাতীয় শোক দিবসে এটাই সবার লক্ষ্য হতে হবে।”
আজ বিকেলে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন এমপি’র মিন্টো রোডে বাসভবনের কনফারেন্স রুমে রাজধানীর মতিঝিল,শাহজাহানপুর ও পল্টন থানার আওয়ামীলীগের থানা ও ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদকদের সভায় একথা বলেন।
সাম্প্রতিক সড়ক আন্দোলনে বিএনপি’র সংশ্লিষ্টতা তুলে ধরে মেনন বলেন-“বিএনপি নিজেরা কোন আন্দোলন গড়ে তুলতে না পেরে এখন ছাত্র কিশোরদের উপর ভর করে এক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার খেলায় মেতে উঠেছিল।জামাত এজন্য বিভিন্ন জেলা থেকে শিবির কর্মীদের ঢাকায় এনে জড়ো করেছিল।তাদের অপপ্রচেষ্ঠা এবারও ব্যর্থ হয়েছে।নির্বাচনের আগে তারা এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা আরও করবে।শান্তিপূর্ণ নির্বাচন ও গণতন্ত্রকে অব্যাহত রাখার স্বার্থে আওয়ামীলীগ ও ১৪ দলের নেতাকর্মীদের সংগঠিত থাকতে হবে।জনগণের কাছে বিএনপি জামাতের হত্যাকাণ্ড ও অভ্যুত্থানের রাজনীতিকে তুলে ধরতে হবে।জনগণের কাছে গিয়ে বর্তমান সরকারের উন্নয়নের কথা বলতে হবে।”
মতিঝিল থানা আওয়ামীলীগের সভাপতি বসিরুল আলম খান বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সভায় মতিঝিল থানার সাধারণ সম্পাদক সাব্বির হোসেন,শাহজাহানপুর থানার সাধারণ সম্পাদক আব্দুল মুকিত হাওলাদার হৃদয়,পল্টন থানার সভাপতি এনামুল হক আবুল ও ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের ৮,৯,১০,১১,১২,১৩ নং ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766