৭ই মার্চ ২০২১ ইং | ২২শে ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৬ পূর্বাহ্ণ, আগস্ট ৯, ২০১৮
বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, বঙ্গবন্ধু ছিলেন ঐতিহাসিক ভাবেই বাংলাদেশের প্রথম স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রনায়ক । তার আগে কোন বাঙালি এই গৌরব অর্জন করতে পারেন নি । তিনি মঙ্গলবার, সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষ্যে বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ কথা বলেন ।
অনুষ্ঠানে “জাতির পিতার ভাবনায় বাঙালি’ শীর্ষক প্রবন্ধ পাঠ করলেন বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের সভাপতি কথাশিল্পী সেলিনা হোসেন, সূচনা বক্তব্য রাখলেন মুখ্য উপদেষ্টা কবি আজিজুর রহমান আজিজ, মুখ্য আলোচনা করলেন সভাপতি পর্ষদের সদস্য কবি কামাল চৌধুরী ও পশ্চিমবঙ্গ বঙ্গীয়’র সভাপতি পর্ষদের সদস্য ডা. অমিতাভ চন্দ। সূচনায় বক্তব্য রাখেন বঙ্গীয়’র সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মুহম্মদ নূরুল হুদার সভাপতিত্বে নিবেদিত কবিতায় অংশ নেন বিমল গুহ, শেখ রবিউল হক, শ্যামসুন্দর সিকদার, সৌমিত্র দেব, প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজালা, কবি মলয়চন্দন মুখোপাধ্যায় ,ঝর্ণা রহমান, আখতারুজ্জামান চিরু, বাদল মেহেদী, মীর জামালউদ্দীন, লতিফুর রহমান, বদরুল আহসান খান,
নাহার ফরিদ খান( ঢাকা মহানগরের সভাপতি), মীনা মাশরাফী, নাহার আহমেদ, সুলতানা শাহরিয়া পিউ, বাদল বিহারী চক্রবর্তী, সৈয়দ একতিদার, মাসুম আজিজুল বাশার ( বাচিক শিল্পী), টিপু রহমান, শিমুল পারভীন, শাহাদাত আবরার, লুলুয়া ইসহাক মুন্নী, শাহানা চৌধুরী, মেরিনা সঈদ, শিশির বিন্দু, শামীম রেজা খান, শারমিন সুলতানা রীনা, স্বদেশ কবি, শরীফ আব্দুল্লাহ, এইচ আই হামজা, নাসিমা শিউলী, রসিদ হারুন,শাহামুব জুয়েল, মনির ইসলাম, শেখ ইমদাদুল্লাহ নীলয়সহ প্রমুখ। সংগীতে নিশি কাউসার, রাজিয়া মুন্নী। গীতি আলেখ্যে পরিবেশন করেন চেতনায় প্রজন্মের মোস্তফা খান, নাসিবা, শরীফ, সোনালী, নাসির।
শেষপর্বে ধন্যবাদ জ্ঞাপন করেন পথিক রানা।
শ্রদ্ধা নিবেদন করেন, অধ্যাপক রূপা চক্রবর্তী, ডা. বাণী চন্দ, অধ্যাপক ইন্দু প্রভা, রহীম শাহ ডা. আকন আবু বকর, শিল্পী নাসরিন আক্তার, ওয়াদুদ মিয়া, মুনা চৌধুরী, গিয়াসউদ্দিন চাষা, নাঈম আহমেদ, সোহরাব সুমন, রূপশ্রী চকৃরবর্তী, রসিদ কামাল, ইমরান পরশ, পারভীন আক্তার, শিল্পী মাহমুদা, সরকার পল্লব, শূচিতা সপর্যা, রিয়াজ খান, রেভারী ইকবাল, ইমরান খান, সিরাজুল ইসলাম সজল, কাজী সাইফুল, নূরজাহান রূমানা, সজল দাস, নাদিরা খানম, ফারহানা স্বপ্না, নুসরাত জাহান স্মৃতি, সিরাজর রহমান, শফিক হাসান, হিমেল নূরসহ দুই শতাধিক লেখক শিল্পীবৃন্দ।
প্রবন্ধে সেলিনা হোসেন বলেন, ‘বাঙালি, বাঙালিত্বের নির্যাসে যুক্ত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধুর অমোঘ উচ্চারণ ‘ ফাঁসী মঞ্চে যাওয়ার সময় আমি বলব, আমি বাঙালি, বাংলা আমার দেশ, বাংলা আমার ভাষা। জয় বাংলা।’ এই উচ্চারণের সঙ্গে তিনি বলিষ্ঠ নেতৃত্বে স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠায় বাঙালিকে উজ্জীবিত করে বাঙালিত্বের গৌরবকে আন্তর্জাতিক বিশ্বে প্রতিষ্ঠিত করেছেন।’
সভাপ্রধান বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান জাতির পিতার বিভিন্ন দিক, বাংলা অঞ্চল নিয়ে আলোকপাত করেন।
সন্ধ্যা ৬ টা থেকে বিরতিহীন ৯-৪৫ মি. পর্যন্ত শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান সম্পন্ন হয়।
এই অনুষ্ঠান উপলক্ষ্যে বাংলাদেশ সাবমেরিন কেবলস লিমিটেডের সৌজন্যে প্রথম সেমিনার প্রকাশনা প্রকাশিত হয়।
অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক আব্দুল মান্নান ইলিয়াস ও কীপার শিহাব শাহরিয়ার।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766