২৯শে নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২২
নিজস্ব প্রতিবেদকঃ
বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত নির্বাহী সভাপতি ডাঃ এম এ সালাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাশিদা হক কনিকা।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি ও প্রতিষ্ঠাতা এডভোকেট মশিউর মালেক প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে দেশের বাহিরে অবস্থান করায় ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম ঠান্ডু থাইল্যান্ডে চিকিৎসাধীন থাকায় সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ তাকে ভারপ্রাপ্ত সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করবেন। রবিবার ২৫ সেপ্টেম্বর রাতে এ তথ্য টি নিশ্চিত করেন কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ইন্জিনিয়ার মোঃ সাকিল খান।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত নির্বাহী সভাপতি হিসেবে ডাঃ এম এ সালাম এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে রাশিদা হক কনিকা দায়িত্ব পালনের সিদ্ধান্ত জানানো হয়।
পাশাপাশি জানানো যাচ্ছে যে, নির্বাহী ও প্রতিষ্ঠাতা সভাপতি এবং সাধারণ সম্পাদক দেশে ফিরে আসলে তারা স্ব স্ব দায়িত্বে স্থলাভিষিক্ত হবেন।
এদিকে খবর টি জানার পর সোশ্যাল মিডিয়া ফেইসবুকে বিভিন্ন জেলা শাখার সভাপতি ও সম্পাদক ও জেলা সমন্বয়কারীগন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সদস্যগন অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
এবিষয়ে বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাশিদা হক কনিকা বলেন, আন্তরিক ধন্যবাদ জানাই বঙ্গবন্ধু ফাউন্ডেশনেট প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি আ্যডভোকেট ড. মশিউর মালেক ভাইকে।আমাকে সংগঠনের এতোবড় দায়িত্ব প্রদান করার জন্য।আমাকে যেই’ই দায়িত্ব অর্পণ করা হইলো, আমি যেনো নিষ্ঠা ও সততার সাথে পালন করতে পারি।সকলের আন্তরিক সহযোগীতা ও দোয়া কামনা করছি।আপনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। জয় বাংলা,জয় বঙ্গবন্ধু।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com