ঢাকা ১০ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের মৌলভীবাজারে ঝটিকা সফর

redtimes.com,bd
প্রকাশিত জুন ১৮, ২০২৩, ০১:৫৫ পূর্বাহ্ণ
বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের মৌলভীবাজারে ঝটিকা সফর
কপিল দেব:

শনিবার (১৭ জুন) রাতে শহরের পানসী রেস্টুরেন্টে এর হল রুমে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাকালীন সভাপতি ও বর্তমান কমিটির নিবাহী সভাপতি এডভোকেট ড. মশিউর মালেক এর নেতৃত্বে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দদেরকে মৌলভীবাজারে আগমন উপলক্ষে ফুলের শুভেচ্ছা জানানো হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা অনুষ্ঠানে বঙ্গবন্ধু ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি নির্মল কান্তি দেব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল জলিল শাহীন এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির নিবাহী সভাপতি এডভোকেট ড. মশিউর মালেক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি, দেলোয়ার হোসেন,যুগ্ম সম্পাদক রাশিদা হক কনিকা,ডেভিড এ হালদার স্বাস্থ্য বিষয়ক সম্পাদক,আ্যডভোকেট হেলাল উদ্দিন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ঢাকা উওর মহিলা বিষয়ক সম্পাদিকা শিল্পি আক্তার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ড. মশিউর মালেক বলেন, সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই এই স্লোগানকে ধারন করে নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর নীতি, আদর্শকে ছড়িতে দিতে বঙ্গবন্ধু ফাউন্ডেশন দলের দুঃসময়ে ২০০১ সালে গঠিত হয়েছিল। আগামী নির্বাচনে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সকল নেতা-কর্মীদেরকে মূল দলের সাথে সমন্বয় করে কার্যক্রম গ্রহন করতে নির্দেশনা দেন।

তিনি আরোও বলেন, নির্বাচন খুবই সন্নিকটে এসে গেছে। জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনার কোন বিকল্প নেই। আগামী নির্বাচনে পুনরায় আওয়ামী লীগকে জয়ী করতে আওয়ামী আদর্শের মানুষগুলোকে সকল ক্ষোভ ভূলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।


বিশেষ অতিথি যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদা হক কনিকা বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলার বাস্তবায়নে মাঠে থেকে সকলকে কাজ করে যেতে হবে।দেশকে এগিয়ে নিতে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।দেশে যখন উন্নয়নের ধারাবাহিকতা চলমান ঠিক তখনি দেশে বিদেশি নানা ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে পিছিয়ে দিতে একটি গোষ্ঠী উঠেপড়ে লেগেছে। সকলকে ষড়যন্ত্রের বিষয়ে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করার আহবান জানান।


অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নির্মল কান্তি দেব বলেন, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে আজীবন সাধারণ মানুষের কল্যানে কাজ করেছেন, তেমনি শেখ হাসিনাও দেশের জন্য নিবেদিত। দেশের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু কন্যা সেই সোনার বাংলার স্বপ্নের বাস্তবায়ন করতে সরকার ও দলকে সমন্বয় করে দুর্বার গতিতে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এছাড়াও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রসার বিস্তার করার লক্ষে বিভিন্ন ধরনের পদক্ষেপ হাতে নিয়েছেন বলে জানান তিনি।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এডভোকেট মীজা ছায়েফ উদ্দিন বেগ , সৈয়দ লিয়াকত আলী, জসিম উদ্দিন, লক্ষী কান্ত দেব, বদরুল ইসলাম, কপিল দেব, আবদুল হক,  শামসুজ্জামান খাঁন শামীম, সৈয়দ মিলাদ আলী, বিষ্ণু পদ দেব, এডভোকেট অমিতাভ ঘোষ, এডভোকেট ভিক্টর প্রেন্টিস উচ্ছ্বাস, রাবেয়া আক্তার,কামরুল আলম চৌধুরী, শেখ দেলোয়ার হোসেন, বিকাশ দেব সুমন, শামীম মিয়া,আমিনুল ইসলামসহ মৌলভীবাজার জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031