বঙ্গবন্ধু হত্যাকারীদের দেশে এনে দ্রুত ফাঁসি কার্যকর করতে হবে-জিএইচএম কাজল

প্রকাশিত: ১১:২৮ পূর্বাহ্ণ, আগস্ট ১৮, ২০১৭

বঙ্গবন্ধু হত্যাকারীদের দেশে এনে দ্রুত ফাঁসি কার্যকর করতে হবে-জিএইচএম কাজল

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের দেশে এনে ফাঁসির রায় কার্যকরের দ্রুত দাবি জানিয়েছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক জিএইচএম কাজল।
গতকাল শুক্রবার ২১শে আগস্ট ভয়াল গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিলে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় তিনি আরো বলেন, সিলেট হচ্ছে বঙ্গবন্ধু ও বাংলাদেশ আওয়ামীলীগের ঘাটি। এ ধারাকে অব্যাহত রাখতে সবাইকে এক হয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করার আহ্বান জানান।
বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য তেরাজ উদ্দিন নাজিমের সভাপতিত্বে ও মহানগর সৈনিক লীগের সাধারণ সম্পাদক জাবেদ হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি এম এ কাশেম, প্রেসিডিয়াম সদস্য শাহ আলম, যুক্তরাজ্য শ্রমিকলীগের সভাপতি শামসুল হক চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা শেখ শহীদুল ইসলাম।
এছাড়াও আলোচনা সভা ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন মিলাদ ও দোয়া মাহফিলের আহ্বায়ক এডভোকেট রাইসুল ইসলাম তালাক, চা বাগান শ্রমিকলীগ নেতা রাজু গুয়ালা, ইউকে শ্রমিকলীগের সভাপতি সামসুল হক চৌধুরী, আজাদ মিয়া, মনিরুজ্জামান মনির, আব্দুল্লাহ আমিন, সাদিকুর রহমান, বাপিশ, মো. খায়রুল আলম, মো. শাহেদ আলম, মো. রজমন আল, আবু ফয়ছল, মো. ইউনুছ, প্রকাশ সিংহ প্রিন্স, পলাশ, রিপন, রাজুক, তাকবীর, চয়ন, রবিউল, মাসুদ, মহিবুর রহমান, তোফায়েল আহমদ, সেলিম, আবুল মন্নান, তোফায়েল আহমদ, সজীব, মুন্না প্রমুখ।
সভা শেষে দোয়া পরিচালনা করেন বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম সম্পাদক দ্বীন মুহাম্মদ।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

September 2023
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930