১০ই ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৫
এসবিএন ডেস্ক:
বডি ম্যাসেজের আড়ালে মধুচক্রের আসর! খদ্দের সেজে গিয়ে বাগুইআটি থানার চিনার পার্কের একটি ফ্ল্যাটে হানা দিয়ে মধুচক্রের হদিশ পেল পুলিশ। সেখান থেকে পাঁচ মহিলা, এক খদ্দের, এক দালাল এবং ফ্ল্যাটের মালিককে গ্রেফতার করেছে পুলিশ। প্রসঙ্গত গত কয়েকদিন আগেই তেঘরিয়া এবং বাগুইআটি এলাকায় হানা দিয়ে তিনটি মধুচক্র থেকে ১৩ জন মহিলা সহ ১৯জনকে গ্রেফতার করেছিল। এই নিয়ে মোট ১৫ দিনে শুধুমাত্র বাগুইআটি থানায় মধুচক্রে গ্রেফতারের সংখ্যা দাঁড়াল ১৮জন মহিলা সহ ২৭জন।
পুলিশ সূত্রে খবর, বাগুইআটি বাসস্টপ সংলগ্ন একটি জায়গায় ফুল বডি ম্যাসাজের বিজ্ঞাপন দেখে ফাঁদ পাতে পুলিশ। সেখানে থাকা নম্বর দেখে ফোন করেন থানার এক পুলিশকর্মী। এরপর তাকে চিনার পার্কে এসে অপেক্ষা করার কথা বলা হয়। সেই মতো বাগুইআটি থানার ওই পুলিশকর্মী সেখানে অপেক্ষা করতে শুরু করে। এরপর ওই ব্যক্তি এসে তাকে একটি ফ্ল্যাটে নিয়ে যায়। দেখা যায় সেখানে এক খদ্দের সহ বেশ কয়েকজন মহিলা রয়েছে। এরপরেই পরিকল্পিত ছক মেনে ওই ফ্ল্যাটে হানা দিতে হাতেনাতে আটজনকে গ্রেফতার করে পুলিশ।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com