২৮শে জানুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই মাঘ ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, জুন ১৮, ২০২২
রেডটাইমস ডেস্ক:
শনিবার (১৮ জুন) দেশের বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের রিপোর্টে তথ্য জানা গেছে, আগামী ২৪ ঘণ্টায় আরও অবনতি হতে পারে উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোণা জেলার বন্যা পরিস্থিতির।
পানি উন্নয়ন বোর্ডের রিপোর্ট অনুযায়ী, আগামী ৭২ ঘন্টায় দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং ভারতের আসাম, মেঘালয় ও হিমালয় পাদদেশীয় কতিপয় অঞ্চলে মাঝারি থেকে ভারী কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ফলে আগামী ৪৮ ঘন্টায় ব্রক্ষপুত্র-যমুনা, গঙ্গা-পদ্মা, সুরমা, কুশিয়ারা, তিস্তা, ধরলা, দুধকুমারসহ সকল প্রধান নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকবে।
পানি উন্নয়ন বোর্ড জানায়, সুরমা ব্যতীত দেশের সকল প্রধান নদ নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। তিস্তা নদীর পানি সমতল বিপদসীমার কাছাকাছি অথবা উপরে অবস্থান করবে
এদিকে আগামী ২৪ ঘন্টায় কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, জামালপুর, লালমনিরহাট, নীলফামারী ও রংপুর জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে পারে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com