২রা অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০১৭
বৃক্ষরোপনে বনবিভাগের প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার পেলেন সিলেটের মায়া রাণীধর। রোববার রাজধানীর আগারগাঁওস্থ বন অধিদপ্তর থেকে তিনি পুরস্কার গ্রহণ করেন। সিলেটে বৃক্ষরোপন ও উৎপাদনে বিশেষ অবদানের জন্য এ পুরস্কারে ভূষিত হন তিনি। এর পূর্বে সিলেট বিভাগীয় পর্যায়ের আয়োজিত বৃক্ষমেলায় একাধিক বার প্রথম পুরস্কার পেয়েছেন মায়া রানী ধর। নগরীর দাড়িয়াপাড়াস্থ পুরাতন মেডিকেল সংলগ্ন সিলেট নার্সারীর মালিক হিসেবে তিনি বিভিন্ন গাছের চারা উৎপাদনে অবদান রাখাসহ গাছের পরিচর্যা ও গাছের যতœ নেয়ার প্রশিক্ষন দিয়েছে তার প্রতিষ্ঠান। বাড়ির ছাদে অথবা আঙ্গিনায় ফল ও ফুলের গাছ লাগানো এবং কারিগরি পদ্ধতিতে সহযোগিতা করছে তার প্রতিষ্ঠান। পুরস্কার পাওয়া প্রসঙ্গে তিনি জানান, আজ এ পুরস্কার পেয়ে আনন্দিত। এ পুরস্কার তার কাজে আরো উৎসাহ যোগাবে। আগামীতেও তিনি ব্যপকভাবে সবুজের পরিচর্যা করে যাবেন। জাতীয় পুরস্কার পাওয়ার পিছনে সিলেট বিভাগীয় প্রশাসন, জেলাপ্রশাসন, বনবিভাগগ ও বৃক্ষপ্রেমী সাংবদিক কলামিষ্ট আফতাব চৌধুরী সহ যারা কাজে উৎসাহ দিয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বিজ্ঞপ্তি।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com