২৫শে ফেব্রুয়ারি ২০২১ ইং | ১২ই ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০১৯
নূরুল নাভেদ
বৈশাখ বরণ ঢেউয়ে ঝরলো কালিমা
ঝড়ো হাওয়ার মূলে একপশলা বৃষ্টিধারায়
বর্জ্যরা সব মিশে গেছে নর্দমায়।
সম্মোহনি সম্ভোগ ইলিশ-পান্তার
আঁচলে বাধা বাংলার রূপবতী মুখখানি।
হালখাতার মিষ্টিমুখ-লালশাকে চিতইপিঠায়
উদরপূর্তি সুখামেজ নববর্ষ আজ দ্বি-খন্ডে ভাগ।
বিরানীর ঘ্রাণলালায় মুগ্ধ বাঙালী
নিরাপত্তা বেষ্টনীতে আনন্দধারা।
নির্মল নির্মোহ প্রকৃতির খেয়াল খুশী
ঝরাশোক বাতায়নে লোকনাথে ভাগ
ভাগীরতিপাড়ের অভাগা বাঙালী।
রায়বাহাদুর হিসাব-নিকাশে উৎসব
তালে বেখেয়াল মানুষ-চৈত্রঘাটে
সুজনবেশে কুজন রচে ভিন্নধারা।
নবনীতা প্রজ্জ্বলনে নববিহার যাত্রায়
স্বাধীন সবুজ শ্যামোলিমায় নববর্ষে
ভিন্নরূপে চোখের কোণে অশ্রু বিন্দু শোক।
বর্ণভেদ উৎসবে এ কেমন উপহাস?
১৫ ০৪ ১৯
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766