সিলেট বাংলা নিউজ: সিলেটে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে নতুন ধারার দৈনিক আমাদের সময়ের প্রতিষ্ঠাবর্ষিকী।
বুধবার সকালে র্যালির মাধ্যমে শুরু হয় ২ পর্বের আনুষ্ঠানিকতা।
র্যালিতে অংশ নেন সিলেটের ডিআইজি মিজানুর রহমান (পিপিএম), সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার কামরুল আহসান (বিপিএম), সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব, সিলেটের উপ-পুলিশ কমিশনার ফয়সল মাহমুদ, সুশাসনের জন্য নাগরিক সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশীদ রেনু, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সংগ্রাম সিংহ, দৈনিক যুগভেরীর নির্বাহী সম্পাদক অপূর্ব শর্মা, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোশিয়েশন সিলেটের সিনিয়র সহ-সভাপতি আনিস রহমান, বাপা সিলেটের সাধারণ সম্পাদক ও সুরমা রিভার ওয়াটার কিপার আব্দুল করিম কিম, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, ফটোজার্নালিস্ট এসোশিয়েসনের সাবেক সভাপতি শেখ আশরাফুল ইসলাম নাসির, গণজাগরণ মঞ্চ সিলেটের মুখপাত্র দেবাশীষ দেবু, আমাদের সময় সিলেট অফিসের সজল ছত্রী, নুরুল হক শিপু প্রমুখ।
র্যালিটি সিলেট শহীদ মিনার থেকে শুরু হয়ে চৌহাট্টা ঘুরে আবারো শহীদ মিনার প্রাঙ্গনে এসে আনন্দানুষ্ঠানে যোগ দেয়।
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে দুপুর ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সিলেটের প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও গণমাধ্যম কর্মীদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
এসময় আমাদের সময় সিলেট অফিসের প্রতিনিধি সজল ছত্রী সভাপতিত্বে ও নুরুল হক শিপুর সঞ্চালনায় সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, সংবাদমাধ্যম হচ্ছে সাধারণ মানুষের আশ্রয়।
নির্ভেজাল ও স্বচ্ছ সাংবাদিকতার মাধ্যমে আমাদের সময় সাধারণ মানুষের আকাঙ্খা পূরণ করে যাচ্ছে। আমাদের সময় আগামীতেও দল মত নির্বিশেষে সত্য ও অনুসন্ধানী সংবাদ পরিবেশন করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
কেক কাটা ও সভায় অংশ নেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, জেলা বিএনপি’র সভাপতি আবুল কাহের শামীম, মহানগর বিএনপি’র সভাপতি নাসিম হোসেইন, মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, বিএনপি নেতা মাহবুব চৌধুরী, সিলেট কোতোয়ালি থানার সহকারী কমিশনার নুরুল হুদা আশরাফী, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহম্মদ, আমাদের সময়ের বিজ্ঞাপন প্রতিনিধি সোলেমান আহমদ, যমুনা টিভির সিলেট প্রতিনিধি প্রত্যুষ তালুকদার, চ্যানেল টুয়েন্টিফোরে সিলেট ব্যুরোচিফ গোলজার আহমদ, দৈনিক যুগান্তরের ফটোসাংবাদিক মামুন হাসান, দৈনিক সিলেটের ডাকের ফটো সাংবাদিক আব্দুল বাতিন ফয়সল, এসএ টিভির ক্যামেরাপারস শ্যামাননন্দ শ্যামল, এশিয়ান টিভির সিলেট প্রতিনিধি মোয়াজ্জেম সাজু, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ সোহেল, চ্যানেল আই ইউরোপের সিলেট প্রতিনিধি ফয়সল আহমদ মুন্না, ডেইলি স্টারের সিলেট প্রতিনিধি দ্বোহা চৌধুরী, সমকালের ফটো সাংবাদিক ইউসুফ আলী, প্রথম আলোর ফটো সাংবাদিক আনিস মাহমুদ, সংস্কৃতিকর্মী রুবেল আহমদ কুয়াশা, কবি ও সাংবাদিক মেকদাদ মেঘ, কবি ইভান অরক্ষিত, চিত্রশিল্পী সত্যজিত চক্রবর্তী, চিত্রশিল্পী ইসমাইল গণি হিমন, বাংলা নিউজ টুয়েন্টিফোরের সিলেট প্রতিনিধি আব্দুল্লাহ আল নোমান, দৈনিক সবুজ সিলেটের স্টাফ রিপোর্টার নাবিদ হাসান, দৈনিক উত্তরপূর্বের স্টাফ রিপোর্টার ইয়াহিয়া মারুফ, ফটো সাংবাদিক শংকর দাস, নুরুল ইসলাম, দৈনিক যুগভেরীর স্টাফ রিপোর্টার এম ইজাজুল ইসলাম এজাজ, সকালের খবরের ফটো সাংবাদিক এসএম শহীদুল ইসলাম, চ্যানেল টুয়েন্টিফোরের ক্যামেরাপারসন শফি আহমদ, দিপু বৈদ্য, বৈশাখী টিভির ক্যামেরাপারসন শামীম হোসাইন ছামি, এশিয়ান টিভির ক্যামেরাপারসন হাসান শিকদার সেলিম, চ্যানেল নাইনের ক্যামেরাপারসন শাকিল আহমদ সোহাগ, দৈনিক যুগভেরীর ফটো সাংবাদিক মামুন হোসেন, পাপ্পু তালুকদার, মনিরুজ্জামান রনি, সিলটিভির রিপোর্টার হেনা মম প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন