৮ই মার্চ ২০২১ ইং | ২৩শে ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২১
রেজওয়ানা আহমেদ
কুহু কুহু কোকিলের ডাকে
গাছের নতুন পাতায় -কলিতে
তুমি যেন এক নতুন বসন্ত –
তোমার জলন্ত সৌন্দর্য আমি দু,চোখে দেখি |
দেখে দেখে হিয়া জুড়ায় আকাশের ও
জীবনের চাওয়া -পাওয়া তোমাকে দেখে
তুমিহীন আমি যেন পাতা ফুলহীন একবৃক্ষ
বলো না তবে তুমি ছাড়া কে
আর জুড়াতে পারে মনের গহীনের হাহাকার |
তোমাকে দেখে অন্তর চিত্তে হয়ে যায় খান খান
জীবনের শুরু থেকে শেষ গন্তবে
আমার ভালবাসার রংধনু ডাকে তোমাকে দেখে
যে ভাবে ফুল ডাকতে থাকে ভ্রমরকে |
আকাশে বাতাশে নতুন কুড়ির প্রেমের গুঞ্জন
মন তোমার সেই ডাকে করছে আমন্ত্রণ
হয়ে পিপাসিত আমার মনের পদ্মায়
তুমি কি ভালবাসার ডেউ তুলবে না?
না, তোমার রিদয় -মন এন্টার্কটিকার বরফ!
তেজস্বী নী সূর্য কি তোমায় গলাতে পারে কখনো |
এভাবে চলবেই প্রকৃতির ভালবাসাবাসি |
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766