এসবিএন ডেস্ক: ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক বলেছেন, বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রায় পাশে থাকবে যুক্তরাজ্য। একইসঙ্গে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসহ উন্নয়নের সবক্ষেত্রে অংশীদার হিসেবে এ দেশের সঙ্গে কাজ করতে চায় ব্রিটিশ সরকার।
বুধবার সকালে রাজধানীর বারিধারায় ব্রিটিশ হাইকমিশনারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান বাংলাদেশে নবনিযুক্ত এ হাইকমিশনার। সংবাদ সম্মেলনটির আয়োজন করে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন।
এক প্রশ্নের জবাবে অ্যালিসন ব্লেক বলেন, ‘কিছু দিন আগ পর্যন্ত বাংলদেশে গণতন্ত্র নিয়ে কিছুটা সঙ্কট থাকলেও সবশেষ স্থানীয় নির্বাচনে সব দলের অংশগ্রহণ ভবিষ্যৎ গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আশাবাদী করে তুলেছে।’
নবনিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এবং আরও শক্তিশালী ও সমৃদ্ধ জাতি গঠনে যুক্তরাজ্য অবদান রাখতে পারে।’
লিখিত বক্তব্যে অ্যালিসন ব্লেক বলেন, ‘বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ও বৃহত্তম দ্বিপাক্ষিক দাতা রাষ্ট্র হিসেবে যুক্তরাজ্য এ দেশের ভবিষ্যৎ ও দুই দেশের মধ্যে নিবিড় সম্পর্কে-কে বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকে। এ দেশের মানুষ ব্রিটিশ সমাজে অপরিমেয় অবদান রেখে চলেছে।’
তিনি জানান, দুই দেশের ভ্রাতৃত্বযপূর্ণ সম্পর্ক এবং বাণিজ্যিক ও সংস্কৃাতিক সহযোগিতার ক্ষেত্রকে আরো এগিয়ে নেয়ার পাশাপাশি বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে দু’দেশের জনগণের নিরাপত্তার জন্য তিনি বিশেষ গুরুত্ব দিয়ে চেষ্টা করবেন বলে আশ্বাস প্রদান করেন।
সংবাদটি শেয়ার করুন