এসবিএন ডেস্ক:
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশে আন্তর্জাতিক কোনো জঙ্গি সংগঠনের অস্তিত্ব নেই। দেশে যেসব ঘটনা ঘটে তা জেএমবি বা জঙ্গি সংগঠনগুলোরই করা।
সম্প্রতি দেশে সংঘটিত হত্যাকাণ্ডগুলো যারা ঘটিয়েছে তারা এ দেশেরই লোক।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং গত শনিবার বলেছেন, মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিবাদী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ ও আফগানিস্তানে অবস্থান জোরদারের তৎপরতা চালাচ্ছে। রাজনাথের ওই বক্তব্যের প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইএস বা অন্য কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে যাদের ছিটেফোঁটা যোগসূত্র থাকে, যারা এধরনের কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করার চেষ্টা করে বা সদস্য সংগ্রহ করার চেষ্টা করে, তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, ‘বাংলাদেশে আইএসের কোনো তৎপরতা আছে কি না, সেটার কোনো প্রমাণ আমাদের কাছে নেই। ভারতের কাছে যদি এমন প্রমাণ থাকে, তাহলে আমরা আশা করব তারা এ-সংক্রান্ত তথ্য দিয়ে বাংলাদেশকে সহায়তা করবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেসব বিদেশি নাগরিকের এ দেশে আসা-যাওয়া আছে বা যেসব বাংলাদেশি বিদেশে থেকেছে এবং যারা বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিক—সবার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ নজর থাকে।
আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো সাফল্যের সঙ্গে বিদেশি নাগরিক এবং ব্লগার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশীয় মৌলবাদ, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ অথবা বিদেশি চক্রান্ত বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইছে। বাংলাদেশে কোনো আইএস নেই। তবে আইএসের মতো পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা করছে কেউ কেউ। ধর্মের নামে ইসলামের নামে মুক্তিযুদ্ধের সময়ও বিভেদ তৈরির অপচেষ্টা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন