ঢাকা ১০ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি


বাংলাদেশে গনহত্যা, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে যুক্তরাজ্য আওয়ামী লিগের প্রতিবাদ

Red Times
প্রকাশিত আগস্ট ১১, ২০২৪, ০৯:২০ অপরাহ্ণ
বাংলাদেশে  গনহত্যা, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে যুক্তরাজ্য আওয়ামী লিগের   প্রতিবাদ
প্রবাসী প্রতিনিধি:
শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করা, দেশ জুড়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘর লুণ্ঠন, অগ্নিসংযোগ ও হত্যা, ভিন্ন ধর্মাবলম্বীদের বাড়ীঘর লুণ্ঠন, অগ্নিসংযোগ ও হত্যা, গণভবন ও সংসদ ভবনে অগ্নিসংযোগ ও ভাংচুর, সর্বোপরি ৩২ নম্বরে বঙ্গবন্ধু যাদুঘর পুড়িয়ে ফেলা আর বঙ্গবন্ধুর ভাস্কর্য ধ্বংসের প্রতিবাদে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ সভা ও বঙ্গমাতা ফজিলেতুননেসা মুজিবের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ আগষ্ট) সন্ধ্যা ৭টায়  সেন্ট্রাল লন্ডনের একটি কমিউনিটি সেন্টারে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি জননেতা সুলতান মাহমুদ শরিফের সভাপতিত্বে এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
সাবেক ছাত্রনেতা সৈয়দ সাজিদুর রহমান ফারুক এর  সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সর্বস্তরের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দল ঐকবদ্ধ এবং ইউরোপের সকল মুজিবসেনাকে আর্মি শাষিত অগনতান্ত্রিক, অগঠনতান্ত্রিক, গণবিরোধী ও অসাংবিধানিক ড. ইউনুসের অন্তর্বর্তি সরকারের কঠোর বিরোধীতা এবং খুন লুট ধর্ষন ও অগ্নিসংযোগের বিরুদ্ধে সর্বক্ষণ প্রতিবাদ করার জন্য আহবান জানানো হয়।
প্রতিবাদ সভায় যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হরমুজ আলী, সহ-সভাপতি শাহ আজিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ আহমেদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।
সভায় যুক্তরাজ্য আওয়ামী লীগ জাতীয় শোক দিবস ১৫ আগষ্ট এবং ২১ আগষ্ট পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং প্রত্যেক শাখা সংগঠনকে প্রতিবাদ সভা করার জন্য অনুরোধ জানানো হয়।
এদিক, শেখ হাসিনা সরকারের পদত্যাগ পরবর্তিতে বাংলাদেশে চলছে গণহত্যা, গুম, অগ্নিসংযোগ, রাষ্ট্রীয় সম্পদের ব্যাপক ক্ষতি ও নৈরাজ্যের প্রতিবাদে যুক্তরাজ্য হিউম্যান রাইটস কমিশন এক প্রতিবাদ সভা করেছে।
শুক্রবার (৯ আগষ্ট) বিকেলে সেন্টাল লন্ডনের কিংক্রসে এ প্রতিবাদ সভা পরবর্তীতে সুষ্ঠু তদন্ত চেয়ে মানুষের মানবাধিকার ফিরিয়ে আনতে এমনেষ্টি ইন্টারন্যাশনালে কর্মকর্তা টমি উডের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আব্দুল আহাদ চৌধুরী, সহ-সভাপতি জামাল আহমদ খান, মামুন কবির চৌধুরী, আহমেদ হাসান, সাংবাদিক কামরুল আই রাসেল, কাজী মাসুম ও মোঃ বাদশা প্রমূখ।
এছাড়াও, অবৈধভাবে নির্বাচিত সরকারকে উৎখাত, সফল প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করা, দেশ জুড়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘর লুণ্ঠন, অগ্নিসংযোগ ও হত্যা, ভিন্ন ধর্মাবলম্বীদের বাড়ীঘর লুণ্ঠন, অগ্নিসংযোগ ও হত্যা, গণভবন ও সংসদ ভবনে অগ্নিসংযোগ ও ভাংচুর, সর্বোপরি ৩২ নম্বরে বঙ্গবন্ধু যাদুঘর পুড়িয়ে ফেলা আর বঙ্গবন্ধুর ভাস্কর্য ধ্বংসের প্রতিবাদে  ওয়েলসের রাজধানী কাডিফ শহরে যুক্তরাজ্য আওয়ামী লীগ ওয়েলস শাখার পক্ষ থেকে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ আগষ্ট) ওয়েলস আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি জননেতা মোহাম্মদ ফিরুজ আহমদ এর সভাপতিত্বে এবং ওয়েলস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ.মালিক এর পরিচালনায় অনুষ্ঠিত সভায়  যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ওয়েলসের  সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মকিস মনসুর, সহ-সভাপতি সাইফুল ইসলাম নজরুল, সহ-সভাপতি এস এ রহমান মধু,  যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক মল্লিক মোসাদ্দেক আহমেদ, ওয়েলস যুবলীগের সাবেক  সভাপতি জয়নাল আহমদ শিবুল, দফতর সম্পাদক শেখ মোহাম্মদ আনোয়ার, কৃষি বিষয়ক সম্পাদক এম এ রউফ, সাবেক যুবলীগ নেতা আব্দুল ওয়াহিদ বাবুল, ওয়েলস বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ ইকবাল আহমেদ, ওয়েলস যুবলীগের সভাপতি ভিপি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম মুমিন, সহ-সভাপতি রকিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এ বি রুনেল ও ওয়েলস ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ বদরুল হক মনসুর সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা অবৈধভাবে নির্বাচিত সরকারকে উৎখাত, সফল প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করার পর ঢাকাসহ সারাদেশে সুনির্দিষ্ট ব্যক্তিকেন্দ্রিক ও সংখ্যালঘু পরিবার, ভাস্কর্য, স্থাপনা, শিল্পালয়, মুক্তিযুদ্ধভিত্তিক যাদুঘর, চলচ্চিত্র প্রেক্ষাগৃহের ওপর প্রতিহিংসামূলক আক্রমণ, লুট, ভাংচুর, হত্যা, হুমকি চলছে। এমনকি রাজনৈতিক দলের সম্পৃক্ততা ছাড়া মুক্তিযুদ্ধের স্বপক্ষের চিন্তক, গবেষক, মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারও হুমকির মুখে দিনাতিপাত করছেন। পুলিশ বাহিনী এবং থানাও আক্রমণ থেকে মুক্তি পাচ্ছে না।
অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের আগে পর্যন্ত বিভিন্ন কারণে আইন-শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে। গণতান্ত্রিক চর্চা ও সুশাসনের জন্য এমন নৈরাজ্য একেবারেই সহায়ক নয় বলে উল্লেখ করে দেশ জুড়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘর লুণ্ঠন, অগ্নিসংযোগ ও হত্যা, ভিন্ন ধর্মাবলম্বীদের বাড়ীঘর লুণ্ঠন, অগ্নিসংযোগ ও হত্যা, গণভবন ও সংসদ ভবনে অগ্নিসংযোগ ও ভাংচুর, সর্বোপরি ৩২ নম্বরে বঙ্গবন্ধু যাদুঘর পুড়িয়ে ফেলা আর বঙ্গবন্ধুর ভাস্কর্য ধ্বংসের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে এর সাথে জড়িত সবাইকে গ্রেফতার করে বিচারের আওতায় এনে শাস্তি প্রদানের  জোর দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

September 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930