২৮শে ফেব্রুয়ারি ২০২১ ইং | ১৫ই ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৫
এসবিএন ডেস্ক:
বাংলাদেশে সাক্ষরতার হার দিন দিন বেড়ে ৫৮.৬ শতাংশে দাঁড়িয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ‘মনিটরিং দ্য সিচুয়েশন অব ভাইটাল স্ট্যাটিসটিকস’এ প্রকাশিত এক প্রতিবেদনে আজ এ তথ্য উল্লেখ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, ৭ বছরের ওপর জনগোষ্ঠীর শিক্ষার হার বেড়ে দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৬ শতাংশে, যা ২০১৩ সালে ছিল ৫৭ দশমিক ২ শতাংশ। পুরুষের ক্ষেত্রে শিক্ষার হার বেড়ে দাঁড়িয়েছে ৬০ দশমিক ৭ শতাংশে, যা ২০১৩ সালে ছিল ৫৯ দশমিক ৩ শতাংশ। নারীদের ক্ষেত্রে শিক্ষার হার বেড়ে দাঁড়িয়েছে ৫৬ দশমিক ৬ শতাংশে, যা ২০১৩ সালে ছিল ৫৫ দশমিক ১ শতাংশ।
এদিকে, দেশে বয়স্ক শিক্ষার হারও বেড়েছে। ২০১০ সালে বয়স্ক শিক্ষার হার ছিল ৫৮ দশমিক ৬ শতাংশ, ২০১৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৬১ দশমিক ৪ শতাংশে। গ্রামীণ জনগোষ্ঠীর তুলনায় শহরের লোকজন প্রায় ৩০ শতাংশ বেশি শিক্ষিত বলেও প্রতিবেদনে বলা হয়েছে।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766